অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বার্তায় জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন, তা যুক্তরাষ্ট্র জানে, তবে আপাতত তাঁকে হত্যার পরিকল্পনা নেই।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা জানি, তথাকথিত “সুপ্রিম লিডার” কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে সেখানে নিরাপদে আছেন। আমরা তাঁকে এখনই হত্যা করছি না, অন্তত এই মুহূর্তে না।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা চাই না যে বেসামরিক জনগণের ওপর বা আমাদের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য শেষের দিকে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’
এর আগে ট্রাম্প আরেকটি পোস্টে দাবি করেন, ‘আমাদের এখন ইরানের আকাশের পূর্ণ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের ভালো স্কাই ট্র্যাকার এবং প্রতিরক্ষা সরঞ্জাম আছে, অনেক পরিমাণেও, কিন্তু তা আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না। কেউই পুরোনো দিনের সেই আমেরিকার চেয়ে ভালো করতে পারে না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে, তারা ইরানে ইসরায়েলি হামলায় জড়িত নয়, যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে সামরিক সহায়তা ও প্রযুক্তি পেয়ে আসছে।
ইরানে চলমান উত্তেজনা ও ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বার্তাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকেরা মনে করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বার্তায় জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন, তা যুক্তরাষ্ট্র জানে, তবে আপাতত তাঁকে হত্যার পরিকল্পনা নেই।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা জানি, তথাকথিত “সুপ্রিম লিডার” কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে সেখানে নিরাপদে আছেন। আমরা তাঁকে এখনই হত্যা করছি না, অন্তত এই মুহূর্তে না।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা চাই না যে বেসামরিক জনগণের ওপর বা আমাদের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য শেষের দিকে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’
এর আগে ট্রাম্প আরেকটি পোস্টে দাবি করেন, ‘আমাদের এখন ইরানের আকাশের পূর্ণ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের ভালো স্কাই ট্র্যাকার এবং প্রতিরক্ষা সরঞ্জাম আছে, অনেক পরিমাণেও, কিন্তু তা আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না। কেউই পুরোনো দিনের সেই আমেরিকার চেয়ে ভালো করতে পারে না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে, তারা ইরানে ইসরায়েলি হামলায় জড়িত নয়, যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে সামরিক সহায়তা ও প্রযুক্তি পেয়ে আসছে।
ইরানে চলমান উত্তেজনা ও ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বার্তাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকেরা মনে করছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫