ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে—এই অভিযোগ এনে গাজায় জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই অভিযোগের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় গাজায় যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নেতানিয়াহুর ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুমকি দিয়ে বলেন, আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। তা না হলে গাজায় নরক ভেঙে পড়বে, আর তার দায় নিতে হবে হামাসকে। জিম্মিদের মুক্তি না দিলে এরপর ইসরায়েল যা চায়, করতে পারে।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে ট্রাম্পের এই দাবি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানিয়েছেন।
নেতানিয়াহু গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘যদি শনিবার দুপুরের মধ্যে হামাস আমাদের বন্দীদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং আমরা পূর্ণমাত্রায় লড়াইয়ে ফিরে যাব।’
নেতানিয়াহু বলেন, ‘হামাস চুক্তি প্রত্যাহার করে আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করার পর, আমি গত রাতে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার ভেতরে এবং আশপাশে অবস্থান নিতে নির্দেশ দিয়েছি। এই অভিযান এখন চলছে এবং শিগগিরই এটি সম্পন্ন হবে।’
তবে নেতানিয়াহু ট্রাম্পের দাবিকৃত অবশিষ্ট ৭৬ জিম্মির মুক্তির কথা বলেছেন, নাকি কেবল সেই তিনজনের, যাদের এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল, তা স্পষ্ট নয়।
একটি ইসরায়েলি কূটনৈতিক সূত্র চ্যানেল ১২-কে জানিয়েছে, সরকার আশা করছে প্রথম পর্যায়ের চুক্তির আওতায় অন্তর্ভুক্ত বাকি ১৭ জন অপহৃত ব্যক্তিকে কয়েক দিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে, অন্যথায় ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপে আলোচনায় এগোবে না। ধারণা করা হচ্ছে, এই ১৭ জনের মধ্যে আটজন ইতিমধ্যেই মারা গেছেন।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া চুক্তি অনুযায়ী, পরবর্তী ধাপে অবশিষ্ট বন্দীদের মুক্তি, শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত ২১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে মুক্তি পেয়েছেন ৫৬৬ জন ফিলিস্তিনি।
ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে—এই অভিযোগ এনে গাজায় জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই অভিযোগের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় গাজায় যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নেতানিয়াহুর ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুমকি দিয়ে বলেন, আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। তা না হলে গাজায় নরক ভেঙে পড়বে, আর তার দায় নিতে হবে হামাসকে। জিম্মিদের মুক্তি না দিলে এরপর ইসরায়েল যা চায়, করতে পারে।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে ট্রাম্পের এই দাবি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানিয়েছেন।
নেতানিয়াহু গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘যদি শনিবার দুপুরের মধ্যে হামাস আমাদের বন্দীদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং আমরা পূর্ণমাত্রায় লড়াইয়ে ফিরে যাব।’
নেতানিয়াহু বলেন, ‘হামাস চুক্তি প্রত্যাহার করে আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করার পর, আমি গত রাতে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার ভেতরে এবং আশপাশে অবস্থান নিতে নির্দেশ দিয়েছি। এই অভিযান এখন চলছে এবং শিগগিরই এটি সম্পন্ন হবে।’
তবে নেতানিয়াহু ট্রাম্পের দাবিকৃত অবশিষ্ট ৭৬ জিম্মির মুক্তির কথা বলেছেন, নাকি কেবল সেই তিনজনের, যাদের এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল, তা স্পষ্ট নয়।
একটি ইসরায়েলি কূটনৈতিক সূত্র চ্যানেল ১২-কে জানিয়েছে, সরকার আশা করছে প্রথম পর্যায়ের চুক্তির আওতায় অন্তর্ভুক্ত বাকি ১৭ জন অপহৃত ব্যক্তিকে কয়েক দিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে, অন্যথায় ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপে আলোচনায় এগোবে না। ধারণা করা হচ্ছে, এই ১৭ জনের মধ্যে আটজন ইতিমধ্যেই মারা গেছেন।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া চুক্তি অনুযায়ী, পরবর্তী ধাপে অবশিষ্ট বন্দীদের মুক্তি, শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত ২১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে মুক্তি পেয়েছেন ৫৬৬ জন ফিলিস্তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫