অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনার চূড়ান্ত রূপ নিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত। শুক্রবার ভোরে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সেনা সদর দপ্তর ধ্বংস হয়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশিরভাগই ইসরায়েল আটকাতে পারলেও কয়েকটি তেল আবিবে আঘাত হানে।
তেল আবিব শহরের আকাশে রাত ৯টার দিকে সাইরেন বেজে ওঠে, আর আধা ঘণ্টার মধ্যেই আকাশে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ইরানি হামলা প্রতিহত করলেও কয়েকটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শহরের অভ্যন্তরে বিস্ফোরিত হয়। একটি উচ্চ ভবনে আঘাত হানায় দেয়াল ভেঙে পড়ে, গ্লাস চূর্ণ-বিচূর্ণ হয় এবং অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও সুনির্দিষ্ট জবাব দিয়েছে। এই হামলায় ডজনেরও বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি আঘাত হানার ভিডিও প্রকাশিত হয়েছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টে এখনো আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া বের হচ্ছে।
পাশের আরেকটি আবাসিক ভবনেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে—এর জানালা ভেঙে গেছে এবং বাইরের দিক থেকে বাঁকানো ধাতব অংশ ঝুলতে দেখা গেছে।
জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ভবনের আশপাশের রাস্তাগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় শহর ইশফাহানে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইশফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা অবস্থিত। তবে ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার চূড়ান্ত রূপ নিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত। শুক্রবার ভোরে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সেনা সদর দপ্তর ধ্বংস হয়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশিরভাগই ইসরায়েল আটকাতে পারলেও কয়েকটি তেল আবিবে আঘাত হানে।
তেল আবিব শহরের আকাশে রাত ৯টার দিকে সাইরেন বেজে ওঠে, আর আধা ঘণ্টার মধ্যেই আকাশে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ইরানি হামলা প্রতিহত করলেও কয়েকটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শহরের অভ্যন্তরে বিস্ফোরিত হয়। একটি উচ্চ ভবনে আঘাত হানায় দেয়াল ভেঙে পড়ে, গ্লাস চূর্ণ-বিচূর্ণ হয় এবং অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও সুনির্দিষ্ট জবাব দিয়েছে। এই হামলায় ডজনেরও বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি আঘাত হানার ভিডিও প্রকাশিত হয়েছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টে এখনো আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া বের হচ্ছে।
পাশের আরেকটি আবাসিক ভবনেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে—এর জানালা ভেঙে গেছে এবং বাইরের দিক থেকে বাঁকানো ধাতব অংশ ঝুলতে দেখা গেছে।
জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ভবনের আশপাশের রাস্তাগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় শহর ইশফাহানে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইশফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা অবস্থিত। তবে ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে