আজকের পত্রিকা ডেস্ক
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা শুধু কোণঠাসা হচ্ছে। উপত্যকার মোট ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৩ লাখই এখন রাফাহ শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু এত লোককে ঠাঁই দেওয়ার মতো যথেষ্ট অবকাঠামো নেই রাফাহে।
গাজায় এবার যুদ্ধ শুরুর আগে রাফাহে প্রায় পৌনে ২ লাখ বাসিন্দা ছিল। বাস্তুচ্যুত বাসিন্দাদের ভিড়ে রাফাহ এখন গিজগিজ করছে। এ পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, লাখ লাখ ফিলিস্তিনি পরিবার রাফাহে আসছেন। শহরটিতে এখন আর কোনো মানুষ ঠাঁই দেওয়ার মতো স্থান নেই। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘রাফাহের অবকাঠামো ও স্বাস্থ্য অবকাঠামো কোনো কিছুরই ১৩ লাখ মানুষকে রাখার মতো অবস্থায় নেই। খবর আল জাজিরার।
এদিকে গত রোববার রাতে রাফাহের একটি ভবনে ইসরায়েলি হামলায় দুই বছরের শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, ইসরায়েলি হামলায় আগের ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৩১২ জন আহত হয়েছে। চলমান হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার ৮৩৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, উপত্যকায় মাত্র ছয়টি অ্যাম্বুলেন্স সেবাদানের উপযোগী রয়েছে।
অন্যদিকে, গতকাল তেলআবিবে জড়ো হন ইসরায়েলি বিক্ষোভকারীরা। তাঁরা জিম্মি মুক্তির আহ্বান জানান এবং ক্ষমতা থেকে সরে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন।
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা শুধু কোণঠাসা হচ্ছে। উপত্যকার মোট ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৩ লাখই এখন রাফাহ শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু এত লোককে ঠাঁই দেওয়ার মতো যথেষ্ট অবকাঠামো নেই রাফাহে।
গাজায় এবার যুদ্ধ শুরুর আগে রাফাহে প্রায় পৌনে ২ লাখ বাসিন্দা ছিল। বাস্তুচ্যুত বাসিন্দাদের ভিড়ে রাফাহ এখন গিজগিজ করছে। এ পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, লাখ লাখ ফিলিস্তিনি পরিবার রাফাহে আসছেন। শহরটিতে এখন আর কোনো মানুষ ঠাঁই দেওয়ার মতো স্থান নেই। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘রাফাহের অবকাঠামো ও স্বাস্থ্য অবকাঠামো কোনো কিছুরই ১৩ লাখ মানুষকে রাখার মতো অবস্থায় নেই। খবর আল জাজিরার।
এদিকে গত রোববার রাতে রাফাহের একটি ভবনে ইসরায়েলি হামলায় দুই বছরের শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, ইসরায়েলি হামলায় আগের ২৪ ঘণ্টায় ১৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৩১২ জন আহত হয়েছে। চলমান হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার ৮৩৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, উপত্যকায় মাত্র ছয়টি অ্যাম্বুলেন্স সেবাদানের উপযোগী রয়েছে।
অন্যদিকে, গতকাল তেলআবিবে জড়ো হন ইসরায়েলি বিক্ষোভকারীরা। তাঁরা জিম্মি মুক্তির আহ্বান জানান এবং ক্ষমতা থেকে সরে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫