লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ জনে। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত প্রায় সাড়ে ৯ হাজার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম আল-মায়েদিন এ তথ্য জানিয়েছে। লেবাননের অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ জনে এবং এই সময়ে আহত হয়েছেন ৯ হাজার ৩৮৪ জন। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী।
ফিরাস আবিয়াদ জানিয়েছেন, ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতালগুলোকেও লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৪০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তিনি জানান, গত বুধবার বৈরুতের প্রাণকেন্দ্রে আল-বাশুরা এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ৭ প্যারামেডিক নিহত এবং ইসলামিক হেলথ অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন কর্মী আহত হয়।
এদিকে, লেবাননে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে কেবল বেসামরিক লোকেরাই হামলার শিকার হয় না, তারা জরুরি সেবা থেকেও থেকে বঞ্চিত হচ্ছে এতে।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে বৈরুতের আল-বাশুরা এলাকায় আবারও হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, তারা লেবাননের রাজধানীতে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রাজধানীর এই অংশেই লেবানিজ পার্লামেন্ট ভবন অবস্থিত। এই হামলায় ৬ জন নিহত হয়।
অপরদিকে, লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্থল অভিযান শুরুর পর গত বুধবার ছিল তাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ে ৮ সেনা হারানো ইসরায়েল নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন। এমনকি ইসরায়েলি তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংসেরও দাবি করেছে হিজবুল্লাহ।
লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ জনে। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত প্রায় সাড়ে ৯ হাজার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম আল-মায়েদিন এ তথ্য জানিয়েছে। লেবাননের অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ জনে এবং এই সময়ে আহত হয়েছেন ৯ হাজার ৩৮৪ জন। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী।
ফিরাস আবিয়াদ জানিয়েছেন, ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতালগুলোকেও লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৪০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তিনি জানান, গত বুধবার বৈরুতের প্রাণকেন্দ্রে আল-বাশুরা এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ৭ প্যারামেডিক নিহত এবং ইসলামিক হেলথ অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন কর্মী আহত হয়।
এদিকে, লেবাননে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে কেবল বেসামরিক লোকেরাই হামলার শিকার হয় না, তারা জরুরি সেবা থেকেও থেকে বঞ্চিত হচ্ছে এতে।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে বৈরুতের আল-বাশুরা এলাকায় আবারও হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, তারা লেবাননের রাজধানীতে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রাজধানীর এই অংশেই লেবানিজ পার্লামেন্ট ভবন অবস্থিত। এই হামলায় ৬ জন নিহত হয়।
অপরদিকে, লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্থল অভিযান শুরুর পর গত বুধবার ছিল তাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ে ৮ সেনা হারানো ইসরায়েল নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন। এমনকি ইসরায়েলি তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংসেরও দাবি করেছে হিজবুল্লাহ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫