সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নবম স্থায়ী সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে ইরান। গতকাল মঙ্গলবার এসসিওর বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের শীর্ষ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে জোটের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সদস্য হওয়ার প্রক্রিয়া হিসেবে বেলারুশকেও মেমোরেন্ডাম অব অবলিগেশন বা বাধ্যবাধকতা স্মারকে স্বাক্ষর করানো হয়েছে।
সম্মেলনে ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোদি বলেন, ‘আমি খুশি যে, আজ ইরান এসসিও পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে। এ জন্য আমি প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি এবং ইরানের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। এ ছাড়া আমরা বেলারুশের এসসিও সদস্য হওয়ার জন্য ‘বাধ্যবাধকতা স্মারক’ স্বাক্ষরকেও স্বাগত জানাই।’
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নতুন স্থায়ী সদস্য দেশ হলো ইরান। ভারতের সভাপতিত্বে জোটটির ভার্চুয়াল সম্মেলন চলাকালে গতকাল মঙ্গলবার স্থায়ী সদস্য দেশ হিসেবে ইরানকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়।
প্রায় ১৫ বছর আগে এসসিওর সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। তবে নানা কারণেই ইরানের সদস্যপদ গ্রহণ করা হয়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২১ সালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান জোটের নবম সদস্য হতে যাচ্ছে। তারও দুই বছর পর ইরান আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হলো।
সে সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হতে যাচ্ছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২১তম শীর্ষ সম্মেলন শেষে সংস্থার আট দেশের নেতারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পর্যবেক্ষক থেকে সদস্য রাষ্ট্রে পরিবর্তন করতে সম্মত হয়েছেন। তাঁরা পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ইরানের মর্যাদা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিতে স্বাক্ষর করেছেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ জোটের অন্য নেতারা যোগ দিয়েছিলেন।
২০০১ সালে সাংহাইতে আয়োজিত এক সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান মিলে এসসিওর যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান জোটটির স্থায়ী সদস্যপদ অর্জন করে। এবার ইরান যুক্ত হওয়ায় এসসিওর সদস্য দেশের সংখ্যা দাঁড়াল ৯।
সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নবম স্থায়ী সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে ইরান। গতকাল মঙ্গলবার এসসিওর বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের শীর্ষ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে জোটের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সদস্য হওয়ার প্রক্রিয়া হিসেবে বেলারুশকেও মেমোরেন্ডাম অব অবলিগেশন বা বাধ্যবাধকতা স্মারকে স্বাক্ষর করানো হয়েছে।
সম্মেলনে ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোদি বলেন, ‘আমি খুশি যে, আজ ইরান এসসিও পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে। এ জন্য আমি প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি এবং ইরানের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। এ ছাড়া আমরা বেলারুশের এসসিও সদস্য হওয়ার জন্য ‘বাধ্যবাধকতা স্মারক’ স্বাক্ষরকেও স্বাগত জানাই।’
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নতুন স্থায়ী সদস্য দেশ হলো ইরান। ভারতের সভাপতিত্বে জোটটির ভার্চুয়াল সম্মেলন চলাকালে গতকাল মঙ্গলবার স্থায়ী সদস্য দেশ হিসেবে ইরানকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়।
প্রায় ১৫ বছর আগে এসসিওর সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। তবে নানা কারণেই ইরানের সদস্যপদ গ্রহণ করা হয়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২১ সালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান জোটের নবম সদস্য হতে যাচ্ছে। তারও দুই বছর পর ইরান আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হলো।
সে সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হতে যাচ্ছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২১তম শীর্ষ সম্মেলন শেষে সংস্থার আট দেশের নেতারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পর্যবেক্ষক থেকে সদস্য রাষ্ট্রে পরিবর্তন করতে সম্মত হয়েছেন। তাঁরা পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ইরানের মর্যাদা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিতে স্বাক্ষর করেছেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ জোটের অন্য নেতারা যোগ দিয়েছিলেন।
২০০১ সালে সাংহাইতে আয়োজিত এক সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান মিলে এসসিওর যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান জোটটির স্থায়ী সদস্যপদ অর্জন করে। এবার ইরান যুক্ত হওয়ায় এসসিওর সদস্য দেশের সংখ্যা দাঁড়াল ৯।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫