ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিগত প্রায় মাস খানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তাঁর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই তিনি ভূগর্ভস্থ ব্যাপক সুরক্ষিত কামরায় অফিস করছেন। এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরায় থেকেই বেশির ভাগ কাজ করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সিজারিয়ায় তাঁর বাড়িতে হিজবুল্লাহর হামলার পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওপরের তলায় অবস্থিত তাঁর জন্য নির্ধারিত কামরায় স্বাভাবিকভাবে অফিস করছেন না। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসারেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছে চ্যানেল-১২।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সহকর্মীদের বলেছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাঁকে ব্যাপকভাবে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কামরা থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাঁকে পরিচিত ‘স্থায়ী স্থানগুলো’ এড়িয়ে চলতে বলা হয়েছে।
গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। হামলার সময় নেতানিয়াহু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সেই ড্রোন হামলায় তাঁর শয়নকক্ষের জানালায় আঘাত করলেও তা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন নিরাপত্তা প্রোটোকলগুলোই সম্ভবত সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের কারণ এবং নেতানিয়াহুর ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়ে পরবর্তী সময়ে নির্ধারণ করা হয়েছে। তবে খুব শিগগির এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।
এদিকে, নেতানিয়াহুর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে চলমান কয়েকটি মামলায় আদালতে তাঁর সাক্ষ্য দেওয়ার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা আছে। আইনজীবীরা বলেছেন, বারবার একই জায়গায় উপস্থিত হলে তাঁর নিরাপত্তার ঝুঁকি থাকবে। প্রতিবেদন অনুসারে, আদালতে কোনো নিরাপদ কক্ষ বা বোমা আশ্রয়কেন্দ্র নেই। নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিগত প্রায় মাস খানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তাঁর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই তিনি ভূগর্ভস্থ ব্যাপক সুরক্ষিত কামরায় অফিস করছেন। এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরায় থেকেই বেশির ভাগ কাজ করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সিজারিয়ায় তাঁর বাড়িতে হিজবুল্লাহর হামলার পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওপরের তলায় অবস্থিত তাঁর জন্য নির্ধারিত কামরায় স্বাভাবিকভাবে অফিস করছেন না। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসারেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছে চ্যানেল-১২।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সহকর্মীদের বলেছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাঁকে ব্যাপকভাবে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কামরা থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাঁকে পরিচিত ‘স্থায়ী স্থানগুলো’ এড়িয়ে চলতে বলা হয়েছে।
গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। হামলার সময় নেতানিয়াহু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সেই ড্রোন হামলায় তাঁর শয়নকক্ষের জানালায় আঘাত করলেও তা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন নিরাপত্তা প্রোটোকলগুলোই সম্ভবত সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের কারণ এবং নেতানিয়াহুর ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়ে পরবর্তী সময়ে নির্ধারণ করা হয়েছে। তবে খুব শিগগির এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।
এদিকে, নেতানিয়াহুর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে চলমান কয়েকটি মামলায় আদালতে তাঁর সাক্ষ্য দেওয়ার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা আছে। আইনজীবীরা বলেছেন, বারবার একই জায়গায় উপস্থিত হলে তাঁর নিরাপত্তার ঝুঁকি থাকবে। প্রতিবেদন অনুসারে, আদালতে কোনো নিরাপদ কক্ষ বা বোমা আশ্রয়কেন্দ্র নেই। নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে