দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলায় গতকাল শনিবার একই পরিবারের চারজন সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন নয়জন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এনএনএ বলেছে, খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং অন্য এক ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।
ভয়াবহ এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন আহত হয়েছেন বলেও জানানো হয়। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন ও ইসরায়েলের সীমান্তে ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে গুলি বিনিময় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনের ঘটনা।
এএফপির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩১২ জন নিহত হয়েছেন। এদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এ ছাড়া ইসরায়েলের হামলায় লেবাননের অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হিজবুল্লাহ ও আইডিএফের মধ্যকার সংঘাতটি মূলত সীমান্ত অঞ্চলেই হচ্ছে। তবে এই সংঘাত লেবাননেও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
গত মঙ্গলবার দক্ষিণ সীমান্তের গ্রাম হুলার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় লেবাননের এক দম্পতি ও তাঁদের ছেলে নিহত হন।
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ১০ সেনা ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এএফপির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ইসরায়েলে হামাসের যে আক্রমণে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়েছিল, তাতে প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হয়েছেন। এরপর হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে গাজায় এ পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন নিহত হয়েছেন। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় নিহতের বেশির ভাগই নারী ও শিশু।
দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলায় গতকাল শনিবার একই পরিবারের চারজন সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন নয়জন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এনএনএ বলেছে, খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং অন্য এক ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।
ভয়াবহ এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন আহত হয়েছেন বলেও জানানো হয়। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন ও ইসরায়েলের সীমান্তে ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে গুলি বিনিময় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনের ঘটনা।
এএফপির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩১২ জন নিহত হয়েছেন। এদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এ ছাড়া ইসরায়েলের হামলায় লেবাননের অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হিজবুল্লাহ ও আইডিএফের মধ্যকার সংঘাতটি মূলত সীমান্ত অঞ্চলেই হচ্ছে। তবে এই সংঘাত লেবাননেও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
গত মঙ্গলবার দক্ষিণ সীমান্তের গ্রাম হুলার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় লেবাননের এক দম্পতি ও তাঁদের ছেলে নিহত হন।
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ১০ সেনা ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এএফপির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ইসরায়েলে হামাসের যে আক্রমণে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়েছিল, তাতে প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হয়েছেন। এরপর হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে গাজায় এ পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন নিহত হয়েছেন। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় নিহতের বেশির ভাগই নারী ও শিশু।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৫ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫