অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে এটাকেই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধরা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে বড় এক সাঁজোয়া যানের বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের গোলা বর্ষণে নিহত হয় ৫ জন। স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থীশিবিরে ড্রোন হামলাও করেছে আইডিএফ। এ ছাড়া, গত শনিবার জেনিনের সরকারি হাসপাতাল এবং ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। ভারী অস্ত্রের সাহায্যে তারা গুলি বর্ষণ করেছিল বলেও জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মূল ভূখণ্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিন শরণার্থীশিবিরে অভিযান চালানো হয়েছে। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে হত্যা করেছে আইডিএফ। এ ছাড়া, রামাল্লা শহরের কাছে এল-বিরেহতে একজন এবং নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকেই গাজা অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ২০০ ইসরায়েলি।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে এটাকেই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধরা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে বড় এক সাঁজোয়া যানের বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের গোলা বর্ষণে নিহত হয় ৫ জন। স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থীশিবিরে ড্রোন হামলাও করেছে আইডিএফ। এ ছাড়া, গত শনিবার জেনিনের সরকারি হাসপাতাল এবং ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। ভারী অস্ত্রের সাহায্যে তারা গুলি বর্ষণ করেছিল বলেও জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মূল ভূখণ্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিন শরণার্থীশিবিরে অভিযান চালানো হয়েছে। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে হত্যা করেছে আইডিএফ। এ ছাড়া, রামাল্লা শহরের কাছে এল-বিরেহতে একজন এবং নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকেই গাজা অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ২০০ ইসরায়েলি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২২ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২২ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২২ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২২ দিন আগে