Ajker Patrika

অলৌকিক কিছুর অপেক্ষা করছেন গাজার চিকিৎসকেরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১০: ১৮
অলৌকিক কিছুর অপেক্ষা করছেন গাজার চিকিৎসকেরা

উদ্ভূত পরিস্থিতির মধ্যে কোনো ধরনের অ্যানেসথেসিয়া বা চেতনানাশক ছাড়াই এক যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্য দিয়ে মারাত্মক আহতদের শরীরে অস্ত্রোপচার চালাতে হচ্ছে বলে জানিয়েছেন গাজা শহরের শল্য চিকিৎসক আবু সিত্তা। 

সোমবার আল-জাজিরাকে সিত্তা জানান, অমানবিক ওই পদ্ধতি শিশুদের ক্ষেত্রেও প্রয়োগ করতে হচ্ছে। তিনি বলেন, ‘আপনি যখন শিশুদের সঙ্গে এটি করেন, তখন বুঝতে পারবেন যে তাকে ব্যথা দেওয়া হচ্ছে। তবে এটাও ঠিক যে, এই ক্ষতগুলো পরিষ্কার করতে হবে।’ 

এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অলৌকিক কিছুর জন্য অপেক্ষা করছেন সিত্তা। তবে সেই অলৌকিক কিছু কী এবং কীভাবে ঘটবে তা তিনি জানেন না। তিনি বলেন, ‘আমি ৯০ শতাংশ ক্ষেত্রেই এই রোগীদের জন্য এখন অলৌকিক কিছু ঘটবে—এমন আশা করি। কিছু অগ্রগতি, যুদ্ধবিরতি বা মানবিক করিডর—যে কোনো কিছু।’ 

সিত্তা জানান, বর্তমানে হাসপাতালের চারপাশে মেশিনগানের গোলাগুলি এবং অভিযান চলছে। রাস্তাঘাট একদমই নিরাপদ নয়। রোগীদের পরিবহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স কর্মীরাও অহরহ গুলি খাচ্ছেন। 

তিনি বলেন, ‘আমি বোঝার চেষ্টা করছি, বিশ্ব কিসের জন্য অপেক্ষা করছে। বোঝার চেষ্টা করছি, কোন পর্যায়ে গেলে পৃথিবী বিশ্বাস করবে যে, এটি যথেষ্ট। আজকের দিনে এমনটি মানুষের সঙ্গে করা আর গ্রহণযোগ্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত