অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি শীর্ষ-পর্যায়ের জাতিসংঘ সম্মেলন স্থগিত করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৭-২০ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সম্মেলনে ফ্রান্স এবং সৌদি আরবের সহ-সভাপতিত্ব করার কথা ছিল। মাখোঁ নিজেও এতে অংশ নেবেন বলে নির্ধারিত ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশা করছিল, এই সম্মেলন দীর্ঘদিনের নিষ্ক্রিয় শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করবে।
সম্মেলন স্থগিত হলেও মাখোঁ কোনো এক সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। ফ্রান্স ইসরায়েল এবং তার আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে একটি বৃহত্তর পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে।
গতকাল শুক্রবার ইরানে ইসরায়েলের বিমান হামলার পর মাখোঁ বলেন, মধ্যপ্রাচ্যে ফ্রান্সের সামরিক বাহিনী ইসরায়েলসহ এই অঞ্চলের অংশীদারদের সুরক্ষায় সহায়তা করতে প্রস্তুত, তবে ইরানের ওপর কোনো হামলায় তারা অংশ নেবে না।
মাখোঁ সাংবাদিকদের জানান, দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনটি লজিস্টিক এবং নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছে। কিছু ফিলিস্তিনি প্রতিনিধি ইভেন্টে যোগ দিতে পারেননি। তিনি জোর দিয়ে বলেন, এটি যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নতুন তারিখ নিয়ে আলোচনা করছেন বলেও জানান মাখোঁ।
জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরবের রাষ্ট্রদূতেরা ১৯৩টি সদস্য রাষ্ট্রকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, এই বিলম্ব মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে হয়েছে। এটির কারণে আঞ্চলিক নেতারা নিউইয়র্কের সম্মেলনে যোগ দিতে পারছেন না।
প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, সম্মেলনের উদ্দেশ্য হলো ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তাকে স্বীকৃতিদানকারী একটি নিরস্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র। তিনি আরও বলেন, এই ধরনের কোনো রাষ্ট্রে হামাসের কোনো নেতাকে অন্তর্ভুক্ত থাকবে না।
মাখোঁ বলেন, ইসরায়েল-ইরান সংঘাত, গাজার যুদ্ধ এবং এই অঞ্চলের ফিলিস্তিনিদের পরিস্থিতি সবই ‘আন্তঃসংযুক্ত’। শুক্রবার মাখোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ১০ জন বিশ্ব নেতার সঙ্গে ইসরায়েলের ইরান হামলা এবং এর প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছেন।
জাতিসংঘের এই সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা বৃদ্ধি করা। এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৫ টিরও বেশি স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনিরা তাঁদের রাষ্ট্রকে গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একটি ভূখণ্ড হিসেবে দেখেন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
তবে নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা করে যাচ্ছেন। ইসরায়েল জাতিসংঘের এই সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক একটি শীর্ষ-পর্যায়ের জাতিসংঘ সম্মেলন স্থগিত করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৭-২০ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সম্মেলনে ফ্রান্স এবং সৌদি আরবের সহ-সভাপতিত্ব করার কথা ছিল। মাখোঁ নিজেও এতে অংশ নেবেন বলে নির্ধারিত ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশা করছিল, এই সম্মেলন দীর্ঘদিনের নিষ্ক্রিয় শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করবে।
সম্মেলন স্থগিত হলেও মাখোঁ কোনো এক সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। ফ্রান্স ইসরায়েল এবং তার আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে একটি বৃহত্তর পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে।
গতকাল শুক্রবার ইরানে ইসরায়েলের বিমান হামলার পর মাখোঁ বলেন, মধ্যপ্রাচ্যে ফ্রান্সের সামরিক বাহিনী ইসরায়েলসহ এই অঞ্চলের অংশীদারদের সুরক্ষায় সহায়তা করতে প্রস্তুত, তবে ইরানের ওপর কোনো হামলায় তারা অংশ নেবে না।
মাখোঁ সাংবাদিকদের জানান, দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনটি লজিস্টিক এবং নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছে। কিছু ফিলিস্তিনি প্রতিনিধি ইভেন্টে যোগ দিতে পারেননি। তিনি জোর দিয়ে বলেন, এটি যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নতুন তারিখ নিয়ে আলোচনা করছেন বলেও জানান মাখোঁ।
জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরবের রাষ্ট্রদূতেরা ১৯৩টি সদস্য রাষ্ট্রকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, এই বিলম্ব মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে হয়েছে। এটির কারণে আঞ্চলিক নেতারা নিউইয়র্কের সম্মেলনে যোগ দিতে পারছেন না।
প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, সম্মেলনের উদ্দেশ্য হলো ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তাকে স্বীকৃতিদানকারী একটি নিরস্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র। তিনি আরও বলেন, এই ধরনের কোনো রাষ্ট্রে হামাসের কোনো নেতাকে অন্তর্ভুক্ত থাকবে না।
মাখোঁ বলেন, ইসরায়েল-ইরান সংঘাত, গাজার যুদ্ধ এবং এই অঞ্চলের ফিলিস্তিনিদের পরিস্থিতি সবই ‘আন্তঃসংযুক্ত’। শুক্রবার মাখোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ১০ জন বিশ্ব নেতার সঙ্গে ইসরায়েলের ইরান হামলা এবং এর প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছেন।
জাতিসংঘের এই সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা বৃদ্ধি করা। এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৫ টিরও বেশি স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনিরা তাঁদের রাষ্ট্রকে গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একটি ভূখণ্ড হিসেবে দেখেন, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
তবে নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা করে যাচ্ছেন। ইসরায়েল জাতিসংঘের এই সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে