গাজায় চলমান বর্বর হামলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন। আজ বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোয়ান এ সিদ্ধান্তের কথা জানান। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৈঠকে এরদোয়ান বলেন, গত ৭ অক্টোবরের সংঘর্ষ শুরুর আগে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি এখন সেই পরিকল্পনা বাতিল করেছেন।
ইসরায়েলের সঙ্গে তুরস্কের কোনো বিরোধ নেই জানিয়ে এরদোয়ান বলেন, ‘তবে আঙ্কারা তেল আবিবের নৃশংসতাকে কখনোই সমর্থন দেবে না।’
ইহুদি জনগণ ভাল করেই জানে তুরস্কই একমাত্র ভূমি যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি বিদ্বেষমুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উসমানীয় যুগে অন্যান্য দেশ থেকে বিতাড়িত ইহুদিদের স্বাগত জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করছে। ওই দিন সকালে হামাস সেনারা ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৫ হাজার রকেট ইসরায়েল দিকে নিক্ষেপ করে। একই সঙ্গে হামাস সেনারা স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে প্রবেশ করে। এর প্রতিশোধ নিতে বেপরোয়া ও বর্বর হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চলমান এ সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্য উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।
গাজার ২৩ লাখ মানুষের খাদ্য, জল, ওষুধ এবং জ্বালানি শেষ হয়ে গেছে। গাজায় প্রয়োজনের চেয়ে নামমাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল।
গাজায় চলমান বর্বর হামলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন। আজ বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোয়ান এ সিদ্ধান্তের কথা জানান। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৈঠকে এরদোয়ান বলেন, গত ৭ অক্টোবরের সংঘর্ষ শুরুর আগে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি এখন সেই পরিকল্পনা বাতিল করেছেন।
ইসরায়েলের সঙ্গে তুরস্কের কোনো বিরোধ নেই জানিয়ে এরদোয়ান বলেন, ‘তবে আঙ্কারা তেল আবিবের নৃশংসতাকে কখনোই সমর্থন দেবে না।’
ইহুদি জনগণ ভাল করেই জানে তুরস্কই একমাত্র ভূমি যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি বিদ্বেষমুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উসমানীয় যুগে অন্যান্য দেশ থেকে বিতাড়িত ইহুদিদের স্বাগত জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করছে। ওই দিন সকালে হামাস সেনারা ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৫ হাজার রকেট ইসরায়েল দিকে নিক্ষেপ করে। একই সঙ্গে হামাস সেনারা স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে প্রবেশ করে। এর প্রতিশোধ নিতে বেপরোয়া ও বর্বর হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চলমান এ সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্য উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।
গাজার ২৩ লাখ মানুষের খাদ্য, জল, ওষুধ এবং জ্বালানি শেষ হয়ে গেছে। গাজায় প্রয়োজনের চেয়ে নামমাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে