হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে ইতিপূর্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার একই পথে হাঁটছে সাউথ আফ্রিকাও। দেশটির পার্লামেন্ট ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ মঙ্গলবার রাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলার জেরে উত্তেজনার মধ্যে প্রিটোরিয়ায় থাকা ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল সাউথ আফ্রিকার পার্লামেন্টে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবটি মূলত প্রতীকী আকারে করা হয়েছিল। এবার এটি বাস্তবায়ন করা হবে কি-না তা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের ওপর নির্ভর করছে। দূতাবাস বন্ধের আহ্বান জানিয়ে করা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৪৮ টি। আর দূতাবাস বন্ধ না করার পক্ষে ভোট পড়েছে ৯১ টি।
বামপন্থী বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ওই প্রস্তাবটি করেছিল। পরে এটিকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও সমর্থন করে। তবে মধ্যপন্থী ও শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) প্রস্তাবটির বিরোধিতা করেছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইসরায়েলি নীতির সমর্থক।
ইতিপূর্বে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্তব্য করেছিলেন—তাঁর দেশ বিশ্বাস করে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং গণহত্যা করছে। সেখানে হাজার হাজার নিরপরাধ সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে ইতিপূর্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার একই পথে হাঁটছে সাউথ আফ্রিকাও। দেশটির পার্লামেন্ট ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ মঙ্গলবার রাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলার জেরে উত্তেজনার মধ্যে প্রিটোরিয়ায় থাকা ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল সাউথ আফ্রিকার পার্লামেন্টে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবটি মূলত প্রতীকী আকারে করা হয়েছিল। এবার এটি বাস্তবায়ন করা হবে কি-না তা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের ওপর নির্ভর করছে। দূতাবাস বন্ধের আহ্বান জানিয়ে করা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৪৮ টি। আর দূতাবাস বন্ধ না করার পক্ষে ভোট পড়েছে ৯১ টি।
বামপন্থী বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ওই প্রস্তাবটি করেছিল। পরে এটিকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও সমর্থন করে। তবে মধ্যপন্থী ও শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) প্রস্তাবটির বিরোধিতা করেছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইসরায়েলি নীতির সমর্থক।
ইতিপূর্বে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্তব্য করেছিলেন—তাঁর দেশ বিশ্বাস করে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং গণহত্যা করছে। সেখানে হাজার হাজার নিরপরাধ সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫