অনলাইন ডেস্ক
ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের খোরামাবাদ শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
ইরানের নূর নিউজ এজেন্সি আরও জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।
গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এই হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলের পারমাণবিক ও সামরিক স্থাপনা, বেসামরিক ও সরকারি প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন ভবনও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া, ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বিশিষ্ট সামরিক নেতা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
খোরামাবাদে এই হামলা চলমান ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা কমানোর লক্ষ্য নিয়ে হামলা চালাচ্ছে। অন্যদিকে, ইরান এই হামলাগুলোকে আগ্রাসন হিসেবে দেখছে এবং পাল্টা হামলার হুমকি দিচ্ছে। এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও ইরান আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিয়মিত প্রকাশ করছে না, তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে মোট নিহতের সংখ্যা কয়েক শ ছাড়িয়ে গেছে। কিছু সূত্রের মতে, এই সংখ্যা ৫৮৫ থেকে ৬৩৯ পর্যন্ত হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিকও রয়েছে। ইসরায়েলি হামলায় অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, ইসরায়েল এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তারা আক্রান্ত স্থানগুলোতে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। ফলে সেখানকার প্রকৃত চিত্র স্পষ্ট নয়।
ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের খোরামাবাদ শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
ইরানের নূর নিউজ এজেন্সি আরও জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।
গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এই হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলের পারমাণবিক ও সামরিক স্থাপনা, বেসামরিক ও সরকারি প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন ভবনও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া, ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বিশিষ্ট সামরিক নেতা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
খোরামাবাদে এই হামলা চলমান ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা কমানোর লক্ষ্য নিয়ে হামলা চালাচ্ছে। অন্যদিকে, ইরান এই হামলাগুলোকে আগ্রাসন হিসেবে দেখছে এবং পাল্টা হামলার হুমকি দিচ্ছে। এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও ইরান আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিয়মিত প্রকাশ করছে না, তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে মোট নিহতের সংখ্যা কয়েক শ ছাড়িয়ে গেছে। কিছু সূত্রের মতে, এই সংখ্যা ৫৮৫ থেকে ৬৩৯ পর্যন্ত হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিকও রয়েছে। ইসরায়েলি হামলায় অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, ইসরায়েল এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তারা আক্রান্ত স্থানগুলোতে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। ফলে সেখানকার প্রকৃত চিত্র স্পষ্ট নয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫