অনলাইন ডেস্ক
তৃতীয় দিনের মতো ইসরায়েলি বিমানবাহিনীর হামলার মুখে থাকা ইরানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১৫ জুন) রাজধানী তেহরান থেকে পালানোর চেষ্টা করছে অনেকে। সিএনএনের বরাতে জানা গেছে, রাজধানী থেকে দেশটির উত্তরের গ্রামীণ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছেন অনেকেই, কিন্তু রাস্তাগুলো তীব্র যানজটে আটকে আছে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক পেট্রোল স্টেশনের সামনে কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে।
একজন দুই সন্তানের বাবা সিএনএনকে বলেন, “আমি আমার বাসা ছেড়ে যেতে চাই না, কিন্তু আমার ছোট সন্তানদের এই পরিস্থিতিতে রেখে দিতে পারি না। আমি আশা করি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় দেশের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ করবে।” তিনি আরও জানান, উচ্চ-মধ্যবিত্ত এলাকায় ইরান সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবাস করায় সেখানে সাধারণ বাসিন্দারাও ঝুঁকির মধ্যে পড়েছেন।
শুক্রবার ভোরে শুরু হওয়া ইসরায়েলের আকস্মিক হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের বাড়িগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। বেশ কয়েকটি ভিডিও ফুটেজে আবাসিক ভবনের নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে নিখুঁত হামলার দৃশ্য দেখা গেছে।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার পর, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তারা তেহরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে।
রোববার সকালে আইডিএফ ইরানি বেসামরিক নাগরিকদের উদ্দেশে একটি নজিরবিহীন সতর্কবার্তা প্রকাশ করে। ওই বার্তায় অস্ত্র কারখানার আশপাশের এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়।
ইরানের সরকার মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা দেন, যেকোনো আক্রমণের সময় মসজিদ, স্কুল এবং মেট্রো স্টেশনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খোলা থাকবে। তিনি বলেন, খাবার, ওষুধ ও জ্বালানির কোনো ঘাটতি নেই।
তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান স্বীকার করেন, শহরে কোনো পর্যাপ্ত বোমা আশ্রয়কেন্দ্র নেই। তিনি বলেন, “দুঃখজনকভাবে, তেহরানসহ আমাদের বেশিরভাগ শহরেই আশ্রয়কেন্দ্র নেই। ইসরায়েলে মৃত্যুহার কম কারণ তারা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে এবং নিয়মিত হামলার মহড়া করে।”
চরম পরিস্থিতিতে মেট্রো লাইনগুলো বন্ধ করে সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, শহরের ভূগর্ভস্থ পার্কিং লটগুলোকে আশ্রয়কেন্দ্রে রূপান্তরের কথাও ভাবা হচ্ছে, যেমনটা ইরান-ইরাক যুদ্ধের সময় করা হয়েছিল।
তৃতীয় দিনের মতো ইসরায়েলি বিমানবাহিনীর হামলার মুখে থাকা ইরানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১৫ জুন) রাজধানী তেহরান থেকে পালানোর চেষ্টা করছে অনেকে। সিএনএনের বরাতে জানা গেছে, রাজধানী থেকে দেশটির উত্তরের গ্রামীণ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছেন অনেকেই, কিন্তু রাস্তাগুলো তীব্র যানজটে আটকে আছে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক পেট্রোল স্টেশনের সামনে কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে।
একজন দুই সন্তানের বাবা সিএনএনকে বলেন, “আমি আমার বাসা ছেড়ে যেতে চাই না, কিন্তু আমার ছোট সন্তানদের এই পরিস্থিতিতে রেখে দিতে পারি না। আমি আশা করি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় দেশের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ করবে।” তিনি আরও জানান, উচ্চ-মধ্যবিত্ত এলাকায় ইরান সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবাস করায় সেখানে সাধারণ বাসিন্দারাও ঝুঁকির মধ্যে পড়েছেন।
শুক্রবার ভোরে শুরু হওয়া ইসরায়েলের আকস্মিক হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের বাড়িগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। বেশ কয়েকটি ভিডিও ফুটেজে আবাসিক ভবনের নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে নিখুঁত হামলার দৃশ্য দেখা গেছে।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার পর, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তারা তেহরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে।
রোববার সকালে আইডিএফ ইরানি বেসামরিক নাগরিকদের উদ্দেশে একটি নজিরবিহীন সতর্কবার্তা প্রকাশ করে। ওই বার্তায় অস্ত্র কারখানার আশপাশের এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়।
ইরানের সরকার মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা দেন, যেকোনো আক্রমণের সময় মসজিদ, স্কুল এবং মেট্রো স্টেশনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খোলা থাকবে। তিনি বলেন, খাবার, ওষুধ ও জ্বালানির কোনো ঘাটতি নেই।
তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান স্বীকার করেন, শহরে কোনো পর্যাপ্ত বোমা আশ্রয়কেন্দ্র নেই। তিনি বলেন, “দুঃখজনকভাবে, তেহরানসহ আমাদের বেশিরভাগ শহরেই আশ্রয়কেন্দ্র নেই। ইসরায়েলে মৃত্যুহার কম কারণ তারা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে এবং নিয়মিত হামলার মহড়া করে।”
চরম পরিস্থিতিতে মেট্রো লাইনগুলো বন্ধ করে সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, শহরের ভূগর্ভস্থ পার্কিং লটগুলোকে আশ্রয়কেন্দ্রে রূপান্তরের কথাও ভাবা হচ্ছে, যেমনটা ইরান-ইরাক যুদ্ধের সময় করা হয়েছিল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে