ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি চেকপোস্টে দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করেছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। পুলিশ বলেছে, আজ বুধবার সাইকেল চালিয়ে এসে সেই কিশোর নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করে। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, জেরুসালেমের দক্ষিণে টানেল চেকপোস্টে আজ সকাল ৮: ১৫টায় হামলার ঘটনাটি ঘটে। বিবৃতিতে বলা হয়, ক্রসিংয়ের নিরাপত্তা বাহিনী যখন তাকে (কিশোর) তল্লাশি করার চেষ্টা করে তখন সে একটি ছুরি বের করে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীকে ছুরিকাঘাত করতে শুরু করে।
বিবৃতিতে আরও বলা হয়, সেই কিশোর ছুরিকাঘাত করার পর সেখানে উপস্থিত এক সশস্ত্র বেসামরিক প্রহরী তাকে প্রতিহত করে। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেই কিশোরকে নিষ্ক্রিয় করতে গুলি চালায়। পরে পুলিশ হামলাকারী কিশোরকে মৃত ঘোষণা করে।
ছুরিকাঘাতে একজন মহিলা সৈনিক এবং একজন বেসামরিক সশস্ত্র প্রহরী আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাদের আঘাত গুরুতর নয় বলেও জানান হয়েছে।
ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সেই চেকপোস্টে রক্তক্ষরণে মৃত্যু না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি কিশোরকে ফেলে রেখেছিল নিরাপত্তা বাহিনী।
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুসালেমের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি সীমান্ত পুলিশের গুলিতে ১২ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মারা যাওয়ার একদিন পর ঘটল এই ছুরিকাঘাতের ঘটনা। শুয়াফাত শরণার্থীশিবিরের বাসিন্দা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ১২ বছর বয়সী শিশু রামি হামদান আল-হালহুলি গুলিবদ্ধ হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, শিশুটি তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিল।
গত সোমবার রমজান মাস শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুসালেমের পুরোনো শহরে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি চেকপোস্টে দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করেছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। পুলিশ বলেছে, আজ বুধবার সাইকেল চালিয়ে এসে সেই কিশোর নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করে। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, জেরুসালেমের দক্ষিণে টানেল চেকপোস্টে আজ সকাল ৮: ১৫টায় হামলার ঘটনাটি ঘটে। বিবৃতিতে বলা হয়, ক্রসিংয়ের নিরাপত্তা বাহিনী যখন তাকে (কিশোর) তল্লাশি করার চেষ্টা করে তখন সে একটি ছুরি বের করে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীকে ছুরিকাঘাত করতে শুরু করে।
বিবৃতিতে আরও বলা হয়, সেই কিশোর ছুরিকাঘাত করার পর সেখানে উপস্থিত এক সশস্ত্র বেসামরিক প্রহরী তাকে প্রতিহত করে। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেই কিশোরকে নিষ্ক্রিয় করতে গুলি চালায়। পরে পুলিশ হামলাকারী কিশোরকে মৃত ঘোষণা করে।
ছুরিকাঘাতে একজন মহিলা সৈনিক এবং একজন বেসামরিক সশস্ত্র প্রহরী আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাদের আঘাত গুরুতর নয় বলেও জানান হয়েছে।
ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সেই চেকপোস্টে রক্তক্ষরণে মৃত্যু না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি কিশোরকে ফেলে রেখেছিল নিরাপত্তা বাহিনী।
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুসালেমের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি সীমান্ত পুলিশের গুলিতে ১২ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মারা যাওয়ার একদিন পর ঘটল এই ছুরিকাঘাতের ঘটনা। শুয়াফাত শরণার্থীশিবিরের বাসিন্দা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ১২ বছর বয়সী শিশু রামি হামদান আল-হালহুলি গুলিবদ্ধ হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, শিশুটি তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিল।
গত সোমবার রমজান মাস শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুসালেমের পুরোনো শহরে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫