ইসরায়েলের মাত্র ২৭ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার পরিচালনার জন্য যোগ্য বলে মনে করেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য তুলে ধরেছে।
গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভের জন্য গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ ইসরায়েলি জনগণের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে যোগ্য বলে মনে করেন।
জরিপে সবচেয়ে বেশি ৪৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা ও ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্যান্টজকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন তাঁরা।
গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ প্রায় ৫১৫ জন ইসরায়েলির ওপর জরিপ চালায়। জরিপে ২৪ শতাংশই কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। জরিপে গ্যান্টজের নেতৃত্বে ন্যাশনাল ইউনিটি পার্টির অগ্রগতির বিষয়টি উঠে এসেছে।
জরিপে ফল অনুসারে, এখন নির্বাচন হলে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ৩৯টি আসনই পাবে। আর নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ১৮ আসন।
এখন নেসেটের ৩২ আসন দখল করে আছে লিকুদ পার্টি। অন্যদিকে ন্যাশনাল ইউনিটির আসন রয়েছে ১২টি।
জরিপে বলা হচ্ছে, আজ ইসরায়েলে নির্বাচনের আয়োজন করা হলে যেসব পার্টি এখন সরকার গঠন করে আছে, তারা ৬৪ আসন থেকে নেমে পেতে পারে ৪২ আসন। নেতানিয়াহুর বিরোধী দল পেতে পারে ৭৮ আসন। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৬।
লিকুদের নেতৃত্বে আটটি ডানপন্থী দল নিয়ে ইসরায়েলের বর্তমান সরকার গঠিত। গত কয়েক বছরে অনাস্থার কারণে ইসরায়েলে বেশ কয়েকবার সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গাজায় যুদ্ধ শুরুর পর এখন আর নতুন করে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।
ইসরায়েলের মাত্র ২৭ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার পরিচালনার জন্য যোগ্য বলে মনে করেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য তুলে ধরেছে।
গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভের জন্য গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ ইসরায়েলি জনগণের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে যোগ্য বলে মনে করেন।
জরিপে সবচেয়ে বেশি ৪৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা ও ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্যান্টজকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন তাঁরা।
গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ প্রায় ৫১৫ জন ইসরায়েলির ওপর জরিপ চালায়। জরিপে ২৪ শতাংশই কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। জরিপে গ্যান্টজের নেতৃত্বে ন্যাশনাল ইউনিটি পার্টির অগ্রগতির বিষয়টি উঠে এসেছে।
জরিপে ফল অনুসারে, এখন নির্বাচন হলে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ৩৯টি আসনই পাবে। আর নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ১৮ আসন।
এখন নেসেটের ৩২ আসন দখল করে আছে লিকুদ পার্টি। অন্যদিকে ন্যাশনাল ইউনিটির আসন রয়েছে ১২টি।
জরিপে বলা হচ্ছে, আজ ইসরায়েলে নির্বাচনের আয়োজন করা হলে যেসব পার্টি এখন সরকার গঠন করে আছে, তারা ৬৪ আসন থেকে নেমে পেতে পারে ৪২ আসন। নেতানিয়াহুর বিরোধী দল পেতে পারে ৭৮ আসন। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৬।
লিকুদের নেতৃত্বে আটটি ডানপন্থী দল নিয়ে ইসরায়েলের বর্তমান সরকার গঠিত। গত কয়েক বছরে অনাস্থার কারণে ইসরায়েলে বেশ কয়েকবার সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গাজায় যুদ্ধ শুরুর পর এখন আর নতুন করে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫