অনলাইন ডেস্ক
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নয়, সংঘাতের ‘বাস্তব অবসান’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘কোনো যুদ্ধবিরতি নয়, আমি চাই প্রকৃত অবসান।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘সম্পূর্ণ আত্মসমর্পণ করলেও সমস্যা নেই।’ তবে কোন পক্ষকে তিনি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন, তা স্পষ্ট করে বলেননি। অবশ্য এই মন্তব্য করার আগে ইরানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন স্বার্থে আঘাত করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। বলেন, ‘তারা যদি আমাদের লোকদের কোনো ক্ষতি করে, তবে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা জানে, আমাদের সেনাদের গায়ে আঙুলের টোকাও দেওয়া যাবে না।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন সেনা ও কূটনৈতিক অবস্থান নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন কেউ কেউ।
এর আগে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘তেহরানের সব বাসিন্দার উচিত এখনই শহরটি ছেড়ে চলে যাওয়া।’ পরে জি-৭ সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে যান তিনি। নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও ডাকেন। ট্রাম্পের এই পোস্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ট্রাম্পের হঠাৎ কানাডা থেকে দেশে ফেরার ঘোষণা হয়তো যুদ্ধবিরতির সম্ভাবনার ইঙ্গিত করছে, আবার এটি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে তাঁর নিরাপত্তা উপদেষ্টা দলের বৈঠক ও সে-সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরানবাসীদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়াও উদ্বেগ আরও বাড়িয়েছে। তাঁর এমন আহ্বানকে নিছক ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তবে এটিকে ‘মনস্তাত্ত্বিক খেলা’ বলেও মনে করছেন অনেকে।
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নয়, সংঘাতের ‘বাস্তব অবসান’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘কোনো যুদ্ধবিরতি নয়, আমি চাই প্রকৃত অবসান।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘সম্পূর্ণ আত্মসমর্পণ করলেও সমস্যা নেই।’ তবে কোন পক্ষকে তিনি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন, তা স্পষ্ট করে বলেননি। অবশ্য এই মন্তব্য করার আগে ইরানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন স্বার্থে আঘাত করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। বলেন, ‘তারা যদি আমাদের লোকদের কোনো ক্ষতি করে, তবে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা জানে, আমাদের সেনাদের গায়ে আঙুলের টোকাও দেওয়া যাবে না।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন সেনা ও কূটনৈতিক অবস্থান নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন কেউ কেউ।
এর আগে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘তেহরানের সব বাসিন্দার উচিত এখনই শহরটি ছেড়ে চলে যাওয়া।’ পরে জি-৭ সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে যান তিনি। নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও ডাকেন। ট্রাম্পের এই পোস্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ট্রাম্পের হঠাৎ কানাডা থেকে দেশে ফেরার ঘোষণা হয়তো যুদ্ধবিরতির সম্ভাবনার ইঙ্গিত করছে, আবার এটি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে তাঁর নিরাপত্তা উপদেষ্টা দলের বৈঠক ও সে-সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরানবাসীদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়াও উদ্বেগ আরও বাড়িয়েছে। তাঁর এমন আহ্বানকে নিছক ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তবে এটিকে ‘মনস্তাত্ত্বিক খেলা’ বলেও মনে করছেন অনেকে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫