আগামী বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে স্থানীয় সময় শনিবার দেশটিতে ঈদ উল ফিতর উদ্যাপন করা হবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
আবুধাবি ভিত্তিক জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেছে, তাদের ভবিষ্যদ্বাণীটি জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে। ঈদের সঠিক তারিখটি কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।
আইএসির বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। লিবিয়া থেকে শুরু হওয়া পশ্চিম আফ্রিকার কিছু অংশ বাদে বেশির ভাগ আরব দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে শনিবার (২২ এপ্রিল) সম্ভবত ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আরবি মাসগুলোর পরিধি ২৯ থেকে ৩০ দিন। মাসের গণনা নির্ভর করে চাঁদের ওপর। চলতি বছর এর আগে একাধিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, এবার রমজান মাস ২৯ দিনে হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে এবার ঈদ শুক্রবার (২১ এপ্রিল) হওয়ার সম্ভাবনা রয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার ওই টুইটের ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছে। তাঁরা বলেছেন, শনিবারই ঈদ হতে পারে কারণ, অনেক এলাকাতেই বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব হবে না।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা খুবই কঠিন হবে। কারণ এর জন্য একটি সুনির্দিষ্ট টেলিস্কোপ, পেশাদার পর্যবেক্ষক এবং ব্যতিক্রমী আবহাওয়ার প্রয়োজন হবে। এসবের সংমিশ্রণ সম্ভব নয়। যার ফলে বৃহস্পতিবার আরব বিশ্বে কোথাও থেকে টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না।
আইএসির তথ্যমতে যেসব দেশে খালি চোখে বা স্থানীয়ভাবে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার বাধ্যবাধকতা রয়েছে, সেসব দেশে ৩০ দিন রোজা পালন চালিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাই তাদের জন্য শনিবার ঈদুল ফিতর হবে।
কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ খালিজ টাইমসকে বলেন, ‘কিছু মিডিয়া আউটলেট আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে আংশিক সংবাদ প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে ঈদুল ফিতর শনিবার হবে। আমরা স্পষ্ট করতে চাই যে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র একটি ঘোষণাকারী কর্তৃপক্ষ নয়, বরং একটি বৈজ্ঞানিক কেন্দ্র যা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য প্রদান করে।’
বিষয়টি স্পষ্ট করে মোহাম্মদ ওদেহ বলেন, ‘বৃহস্পতিবার ইসলামি বিশ্বের কিছু অংশ থেকে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে। বেশিরভাগ ইসলামি দেশে, আমরা আশা করি ঈদ শুক্রবারে পড়বে, যদি না বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকে এবং চাঁদ দেখা না যায়। তবে, শুক্রবারে ঈদ হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।’
এর আগে গত ৮ এপ্রিল আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে আল জাজিরার আরবি সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) মক্কায় যখন সূর্যাস্ত হবে তখন নবচন্দ্রের বয়স হবে ১১ ঘণ্টা ৩০ মিনিট। এ চাঁদ দেখা প্রায় অসম্ভব, এমনকি টেলিস্কোপেও দেখার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে সৌদি আরবে ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে— সে সম্ভাবনাই বেশি।
আগামী বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে স্থানীয় সময় শনিবার দেশটিতে ঈদ উল ফিতর উদ্যাপন করা হবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
আবুধাবি ভিত্তিক জ্যোতির্বিজ্ঞান সংস্থাটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেছে, তাদের ভবিষ্যদ্বাণীটি জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে। ঈদের সঠিক তারিখটি কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।
আইএসির বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। লিবিয়া থেকে শুরু হওয়া পশ্চিম আফ্রিকার কিছু অংশ বাদে বেশির ভাগ আরব দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে শনিবার (২২ এপ্রিল) সম্ভবত ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আরবি মাসগুলোর পরিধি ২৯ থেকে ৩০ দিন। মাসের গণনা নির্ভর করে চাঁদের ওপর। চলতি বছর এর আগে একাধিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, এবার রমজান মাস ২৯ দিনে হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে এবার ঈদ শুক্রবার (২১ এপ্রিল) হওয়ার সম্ভাবনা রয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার ওই টুইটের ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছে। তাঁরা বলেছেন, শনিবারই ঈদ হতে পারে কারণ, অনেক এলাকাতেই বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব হবে না।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা খুবই কঠিন হবে। কারণ এর জন্য একটি সুনির্দিষ্ট টেলিস্কোপ, পেশাদার পর্যবেক্ষক এবং ব্যতিক্রমী আবহাওয়ার প্রয়োজন হবে। এসবের সংমিশ্রণ সম্ভব নয়। যার ফলে বৃহস্পতিবার আরব বিশ্বে কোথাও থেকে টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না।
আইএসির তথ্যমতে যেসব দেশে খালি চোখে বা স্থানীয়ভাবে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার বাধ্যবাধকতা রয়েছে, সেসব দেশে ৩০ দিন রোজা পালন চালিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাই তাদের জন্য শনিবার ঈদুল ফিতর হবে।
কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ খালিজ টাইমসকে বলেন, ‘কিছু মিডিয়া আউটলেট আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে আংশিক সংবাদ প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে ঈদুল ফিতর শনিবার হবে। আমরা স্পষ্ট করতে চাই যে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র একটি ঘোষণাকারী কর্তৃপক্ষ নয়, বরং একটি বৈজ্ঞানিক কেন্দ্র যা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য প্রদান করে।’
বিষয়টি স্পষ্ট করে মোহাম্মদ ওদেহ বলেন, ‘বৃহস্পতিবার ইসলামি বিশ্বের কিছু অংশ থেকে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে। বেশিরভাগ ইসলামি দেশে, আমরা আশা করি ঈদ শুক্রবারে পড়বে, যদি না বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকে এবং চাঁদ দেখা না যায়। তবে, শুক্রবারে ঈদ হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।’
এর আগে গত ৮ এপ্রিল আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে আল জাজিরার আরবি সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) মক্কায় যখন সূর্যাস্ত হবে তখন নবচন্দ্রের বয়স হবে ১১ ঘণ্টা ৩০ মিনিট। এ চাঁদ দেখা প্রায় অসম্ভব, এমনকি টেলিস্কোপেও দেখার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে সৌদি আরবে ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে— সে সম্ভাবনাই বেশি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫