ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে খবরটি দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হানিয়া পরিবারের যে ১০ জন মারা গেছেন, তাঁরা হলেন জহর আবদেল সালাম হানিয়া, নাহেদ হানিয়া আবু গাজি, ইমান হানিয়া উম গাজি, ইসমাইল নাহেদ হানিয়া, মুহাম্মদ নাহেদ হানিয়া, মোয়ামেন নাহেদ হানিয়া, জাহরা নাহেদ হানিয়া, আমাল নাহেদ হানিয়া, শাহাদ নাহেদ হানিয়া ও সুমায়া নাহেদ হানিয়া।
হানিয়া পরিবারের ওপর হামলা এবং নিহতের সংখ্যা নিশ্চিত করে হামাস আজ মঙ্গলবার গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বিধ্বংসী যুদ্ধ অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছে। বলা হয়েছে, ইসরায়েল যেন গাজায় ধ্বংস ও হত্যাযজ্ঞের কাজটা সম্পন্ন করতে পারে সে জন্য নেতানিয়াহু সরকারকে রাজনৈতিক ও সামরিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
হামাস এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে এই চলমান ভয়ংকর অপরাধের বিরুদ্ধে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সে সঙ্গে, দখলদার সন্ত্রাসী নেতাদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করারও আহ্বান জানিয়েছে হামাস।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আজ সকালে হামলাটি হয়েছিল শাতিতে হানিয়া পরিবারের বাড়ি লক্ষ্য করে। তিনি বলেন, হামাসের রাজনৈতিক ব্যুরোপ্রধান ইসমাইল হানিয়ার বোন জাহর হানিয়াসহ ইসরায়েলি বিমান হামলায় ১০ জন শহীদ হয়েছেন। সম্ভবত ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লাশ রয়েছে বলে জানান তিনি। তবে সেসব সরানোর জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা মৃতদেহগুলো নিকটবর্তী গাজার আল-আহলি হাসপাতালে স্থানান্তর করেছে বলেও জানান বাসাল। এ হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৭ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি। এ ছাড়া, আহতের সংখ্যা প্রায় ৮৬ হাজার ২৩৭। নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে খবরটি দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হানিয়া পরিবারের যে ১০ জন মারা গেছেন, তাঁরা হলেন জহর আবদেল সালাম হানিয়া, নাহেদ হানিয়া আবু গাজি, ইমান হানিয়া উম গাজি, ইসমাইল নাহেদ হানিয়া, মুহাম্মদ নাহেদ হানিয়া, মোয়ামেন নাহেদ হানিয়া, জাহরা নাহেদ হানিয়া, আমাল নাহেদ হানিয়া, শাহাদ নাহেদ হানিয়া ও সুমায়া নাহেদ হানিয়া।
হানিয়া পরিবারের ওপর হামলা এবং নিহতের সংখ্যা নিশ্চিত করে হামাস আজ মঙ্গলবার গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বিধ্বংসী যুদ্ধ অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছে। বলা হয়েছে, ইসরায়েল যেন গাজায় ধ্বংস ও হত্যাযজ্ঞের কাজটা সম্পন্ন করতে পারে সে জন্য নেতানিয়াহু সরকারকে রাজনৈতিক ও সামরিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
হামাস এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে এই চলমান ভয়ংকর অপরাধের বিরুদ্ধে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সে সঙ্গে, দখলদার সন্ত্রাসী নেতাদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করারও আহ্বান জানিয়েছে হামাস।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আজ সকালে হামলাটি হয়েছিল শাতিতে হানিয়া পরিবারের বাড়ি লক্ষ্য করে। তিনি বলেন, হামাসের রাজনৈতিক ব্যুরোপ্রধান ইসমাইল হানিয়ার বোন জাহর হানিয়াসহ ইসরায়েলি বিমান হামলায় ১০ জন শহীদ হয়েছেন। সম্ভবত ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লাশ রয়েছে বলে জানান তিনি। তবে সেসব সরানোর জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা মৃতদেহগুলো নিকটবর্তী গাজার আল-আহলি হাসপাতালে স্থানান্তর করেছে বলেও জানান বাসাল। এ হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৭ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি। এ ছাড়া, আহতের সংখ্যা প্রায় ৮৬ হাজার ২৩৭। নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫