পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামের ২২ বছর বয়সী তরুণীর মৃত্যুর পর ‘হিজাববিরোধী বিক্ষোভ’ শুরু হয় ইরানের রাজধানী তেহরানে। সেই বিক্ষোভ ক্রমশ দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাহসা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ।
স্থানীয় গণমাধ্যম ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভ তেহরানের বাইরে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে এখন বিক্ষোভ চলছে।
এদিকে সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, নৈতিকতা পুলিশকে নিন্দা জানিয়ে মধ্য তেহরানের রাস্তায় মিছিল করেছেন বিক্ষোভকারীরা। শত শত মানুষ সরকারবিরোধী স্লোগান দিয়েছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
ফার্স একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড়। নারীরা তাঁদের মাথার স্কার্ফ খুলে ফেলছেন এবং ‘ইসলামি প্রজাতন্ত্রের মৃত্যু হোক’ বলে স্লোগান দিচ্ছেন।
তাসনিম এজেন্সি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে একই ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে শত শত মানুষ। গত রোববার কুর্দিস্তান প্রদেশেও কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুর করেছে এবং আবর্জনার স্তূপে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই শহরেই বাস করতেন মাহসা আমিনি। তাঁর শহরের বিক্ষোভ থেকে অনেক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।
পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামের ২২ বছর বয়সী তরুণীর মৃত্যুর পর ‘হিজাববিরোধী বিক্ষোভ’ শুরু হয় ইরানের রাজধানী তেহরানে। সেই বিক্ষোভ ক্রমশ দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাহসা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ।
স্থানীয় গণমাধ্যম ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভ তেহরানের বাইরে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে এখন বিক্ষোভ চলছে।
এদিকে সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, নৈতিকতা পুলিশকে নিন্দা জানিয়ে মধ্য তেহরানের রাস্তায় মিছিল করেছেন বিক্ষোভকারীরা। শত শত মানুষ সরকারবিরোধী স্লোগান দিয়েছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
ফার্স একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড়। নারীরা তাঁদের মাথার স্কার্ফ খুলে ফেলছেন এবং ‘ইসলামি প্রজাতন্ত্রের মৃত্যু হোক’ বলে স্লোগান দিচ্ছেন।
তাসনিম এজেন্সি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে একই ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে শত শত মানুষ। গত রোববার কুর্দিস্তান প্রদেশেও কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুর করেছে এবং আবর্জনার স্তূপে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই শহরেই বাস করতেন মাহসা আমিনি। তাঁর শহরের বিক্ষোভ থেকে অনেক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫