ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের আটক করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। হামাসের সঙ্গে সংস্থার যোগসূত্রের বিষয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের এই অভিযোগ গতকাল সোমবারই তুলেছে জাতিসংঘ।
ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোওমা এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কয়েকজন কর্মী জানিয়েছেন, নির্যাতন ও নিষ্ঠুরতা চালিয়ে স্বীকারোক্তি দিতে তাঁদের বাধ্য করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে সংস্থা ও হামাসের যোগসূত্রের বিষয়ে এই মিথ্যা স্বীকারোক্তিগুলো নেওয়া হয়।’
এর আগে জাতিসংঘের এই সংস্থার অন্তত ১২ কর্মীর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে ইসরায়েল। সংস্থাটির ১৩ হাজার কর্মীর ১২ শতাংশই হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্য বলেও অভিযোগ করে দেশটি। সেলফোনের ডেটা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২ কর্মীর জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানায় ইসরায়েল।
অভিযোগের মুখে পড়া ১২ কর্মীর মধ্যে ১০ জনকেই ছাঁটাই করা হয়েছে এবং অন্য দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় ইউএনআরডব্লিউএ।
তোওমা বলেন, ইউএনআরডব্লিউএ ভেঙে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে সংস্থাটি সম্পর্কে ভুল তথ্য ছড়াতে ‘নির্যাতনের মুখে’ মিথ্যা স্বীকারোক্তি ব্যবহার করা হচ্ছে। তবে ৭ অক্টোবরের হামলায় সংশ্লিষ্টতার অভিযোগের মুখে থাকা ১২ জনের বিষয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে- এমন কিছু তিনি বলেননি।
ইউএনআরডব্লিউর এক প্রতিবেদনে যুদ্ধের সময় গাজায় আটকে রাখা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এদের মধ্যে ২১ জন ইউএনআরডব্লিউএ কর্মী রয়েছেন। কয়েকজন বলেছেন, তাদের মারধর ও হুমকি দেওয়া হয়েছে।
ইসরায়েলি কারাগার ও সামরিক স্থাপনাগুলোতে বন্দী গাজার বাসিন্দাদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি অপ্রকাশিত প্রতিবেদনটির একটি কপি সিএনএনের কাছে আছে। ইউএনআরডব্লিউএ বলছে, ফাঁস হয়ে যাওয়া প্রতিবেদনটি আদৌ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে কিনা তা নিশ্চিত নয়।
প্রতিবেদনে দেখা যায়, মারধর, অনিদ্রা, যৌন নির্যাতন এবং নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধে যৌন সহিংসতার হুমকির কথা সাক্ষ্যে উল্লেখ করেছেন বন্দীরা। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় নির্যাতনের কারণে অনেকের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএর প্রতিবেদনে উল্লেখিত সব নির্যাতনের কথা নিশ্চিত করতে পারেনি সিএনএন তবে এর আগেও ফিলিস্তিনি বন্দীরা একই ধরনের নির্যাতনের অভিযোগ করেছে।
ইউএনআরডব্লিউএ কর্মীদের নির্যাতন ও আটক করার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘আটক বা জিজ্ঞাসাবাদের সময় দুর্ব্যবহার করা আইডিএফের মূল্যবোধ ও আদেশের লঙ্ঘন। তাই এ ধরনের কর্মকাণ্ড একেবারে নিষিদ্ধ।’
আটককৃতদের মৃত্যুর বিষয়ে সামরিক পুলিশ তদন্ত করছে এবং বর্তমানে তা বিচারাধীন রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪ হাজার গাজাবাসীকে আটক করেছে আইডিএফ। গত ১৯ ফেব্রুয়ারি বয়স্ক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীসহ ২৯ শিশু ও ৮০জন নারীকে আটক করার অভিযোগ করে সংস্থাটি।
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের আটক করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। হামাসের সঙ্গে সংস্থার যোগসূত্রের বিষয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের এই অভিযোগ গতকাল সোমবারই তুলেছে জাতিসংঘ।
ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোওমা এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কয়েকজন কর্মী জানিয়েছেন, নির্যাতন ও নিষ্ঠুরতা চালিয়ে স্বীকারোক্তি দিতে তাঁদের বাধ্য করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে সংস্থা ও হামাসের যোগসূত্রের বিষয়ে এই মিথ্যা স্বীকারোক্তিগুলো নেওয়া হয়।’
এর আগে জাতিসংঘের এই সংস্থার অন্তত ১২ কর্মীর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে ইসরায়েল। সংস্থাটির ১৩ হাজার কর্মীর ১২ শতাংশই হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্য বলেও অভিযোগ করে দেশটি। সেলফোনের ডেটা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২ কর্মীর জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানায় ইসরায়েল।
অভিযোগের মুখে পড়া ১২ কর্মীর মধ্যে ১০ জনকেই ছাঁটাই করা হয়েছে এবং অন্য দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় ইউএনআরডব্লিউএ।
তোওমা বলেন, ইউএনআরডব্লিউএ ভেঙে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে সংস্থাটি সম্পর্কে ভুল তথ্য ছড়াতে ‘নির্যাতনের মুখে’ মিথ্যা স্বীকারোক্তি ব্যবহার করা হচ্ছে। তবে ৭ অক্টোবরের হামলায় সংশ্লিষ্টতার অভিযোগের মুখে থাকা ১২ জনের বিষয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে- এমন কিছু তিনি বলেননি।
ইউএনআরডব্লিউর এক প্রতিবেদনে যুদ্ধের সময় গাজায় আটকে রাখা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এদের মধ্যে ২১ জন ইউএনআরডব্লিউএ কর্মী রয়েছেন। কয়েকজন বলেছেন, তাদের মারধর ও হুমকি দেওয়া হয়েছে।
ইসরায়েলি কারাগার ও সামরিক স্থাপনাগুলোতে বন্দী গাজার বাসিন্দাদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি অপ্রকাশিত প্রতিবেদনটির একটি কপি সিএনএনের কাছে আছে। ইউএনআরডব্লিউএ বলছে, ফাঁস হয়ে যাওয়া প্রতিবেদনটি আদৌ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে কিনা তা নিশ্চিত নয়।
প্রতিবেদনে দেখা যায়, মারধর, অনিদ্রা, যৌন নির্যাতন এবং নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধে যৌন সহিংসতার হুমকির কথা সাক্ষ্যে উল্লেখ করেছেন বন্দীরা। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় নির্যাতনের কারণে অনেকের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএর প্রতিবেদনে উল্লেখিত সব নির্যাতনের কথা নিশ্চিত করতে পারেনি সিএনএন তবে এর আগেও ফিলিস্তিনি বন্দীরা একই ধরনের নির্যাতনের অভিযোগ করেছে।
ইউএনআরডব্লিউএ কর্মীদের নির্যাতন ও আটক করার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘আটক বা জিজ্ঞাসাবাদের সময় দুর্ব্যবহার করা আইডিএফের মূল্যবোধ ও আদেশের লঙ্ঘন। তাই এ ধরনের কর্মকাণ্ড একেবারে নিষিদ্ধ।’
আটককৃতদের মৃত্যুর বিষয়ে সামরিক পুলিশ তদন্ত করছে এবং বর্তমানে তা বিচারাধীন রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪ হাজার গাজাবাসীকে আটক করেছে আইডিএফ। গত ১৯ ফেব্রুয়ারি বয়স্ক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীসহ ২৯ শিশু ও ৮০জন নারীকে আটক করার অভিযোগ করে সংস্থাটি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫