অনলাইন ডেস্ক
তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল। হঠাৎ বাতাসের দিক পরিতর্বনে তাদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তারা। পরে, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী এবং পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদন অনুযায়ী, পুরো দলটি দাবানলের মধ্যে আটকা পড়ে ‘জীবন্ত দগ্ধ হন’। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজনীতিকেরা। এসকিশেহিরে এমপি নেবি হাতিপোগলু সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।’
তীব্র গরম ও ঝোড়ো হাওয়ার কারণে গত কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলের কবলে তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চল। রাজধানী আঙ্কারা ও বড় শহর ইস্তাম্বুলের মধ্যবর্তী বিস্তীর্ণ বনাঞ্চলে শুরু হয় দাবানল। আগুন ছড়িয়েছে লোকালয়েও। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে।
মন্ত্রী ইউমাকলি সতর্ক করে বলেছেন, ‘বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা। বাড়তে পারে বাতাসের মাত্রাও। বাতাস হতে পারে প্রচণ্ড রকমের দিক বদলকারী। ফলে, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের ৮৬ মিলিয়ন নাগরিকদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের বন রক্ষায় জীবন উৎসর্গকারী ভাই-বোনদের জন্য আল্লাহর রহমত কামনা করছি। তাঁদের পরিবার ও জাতির প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
দুর্ঘটনার তদন্তে দুটি আলাদা কৌঁসুলিকে দায়িত্ব দিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। চলতি বছর দেশটিতে দাবানলে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ইজমির প্রদেশে দাবানলে প্রাণ হারান এক বৃদ্ধ ও দুই বনকর্মী।
উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসে দেশজুড়ে নতুন নতুন এলাকা দাবানলের ঝুঁকিতে পড়েছে। প্রশাসন বলছে, জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল। হঠাৎ বাতাসের দিক পরিতর্বনে তাদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তারা। পরে, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী এবং পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদন অনুযায়ী, পুরো দলটি দাবানলের মধ্যে আটকা পড়ে ‘জীবন্ত দগ্ধ হন’। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজনীতিকেরা। এসকিশেহিরে এমপি নেবি হাতিপোগলু সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।’
তীব্র গরম ও ঝোড়ো হাওয়ার কারণে গত কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলের কবলে তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চল। রাজধানী আঙ্কারা ও বড় শহর ইস্তাম্বুলের মধ্যবর্তী বিস্তীর্ণ বনাঞ্চলে শুরু হয় দাবানল। আগুন ছড়িয়েছে লোকালয়েও। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে।
মন্ত্রী ইউমাকলি সতর্ক করে বলেছেন, ‘বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা। বাড়তে পারে বাতাসের মাত্রাও। বাতাস হতে পারে প্রচণ্ড রকমের দিক বদলকারী। ফলে, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের ৮৬ মিলিয়ন নাগরিকদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের বন রক্ষায় জীবন উৎসর্গকারী ভাই-বোনদের জন্য আল্লাহর রহমত কামনা করছি। তাঁদের পরিবার ও জাতির প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
দুর্ঘটনার তদন্তে দুটি আলাদা কৌঁসুলিকে দায়িত্ব দিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। চলতি বছর দেশটিতে দাবানলে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ইজমির প্রদেশে দাবানলে প্রাণ হারান এক বৃদ্ধ ও দুই বনকর্মী।
উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসে দেশজুড়ে নতুন নতুন এলাকা দাবানলের ঝুঁকিতে পড়েছে। প্রশাসন বলছে, জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে