গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার গাজার নুসেইরাতে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনী হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির এই আশ্রয়স্থলে হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নিয়ন্ত্রকগোষ্ঠী হামাসের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নুসেইরাতে অবস্থিত জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৯ জন নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েক ডজন আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নিরন্তর ‘হত্যাযজ্ঞ’ প্রমাণ করে, এটি গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে।
এদিকে, গাজার আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, স্কুলটি হামাসের ঘাঁটি ছিল এবং সেখানে গোষ্ঠীটির সদস্যরা লুকিয়ে ছিল।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে সাড়ে ১ হাজার ১০০ জনকে হত্যার দিন থেকেই অনবরত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পশ্চিমা বিশ্ব এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়ে রেজল্যুশন পাস হলেও ইসরায়েল হামলা বন্ধ করেনি।
উল্লেখ্য, গত আট মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৬ হাজার ৫ শতাধিক মানুষ নিহত এবং প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী। একই সময়ে অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত ও সাড়ে ৪ হাজারের বেশি আহত হয়েছে।
গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার গাজার নুসেইরাতে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনী হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির এই আশ্রয়স্থলে হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নিয়ন্ত্রকগোষ্ঠী হামাসের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নুসেইরাতে অবস্থিত জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৯ জন নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েক ডজন আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নিরন্তর ‘হত্যাযজ্ঞ’ প্রমাণ করে, এটি গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে।
এদিকে, গাজার আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, স্কুলটি হামাসের ঘাঁটি ছিল এবং সেখানে গোষ্ঠীটির সদস্যরা লুকিয়ে ছিল।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে সাড়ে ১ হাজার ১০০ জনকে হত্যার দিন থেকেই অনবরত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পশ্চিমা বিশ্ব এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়ে রেজল্যুশন পাস হলেও ইসরায়েল হামলা বন্ধ করেনি।
উল্লেখ্য, গত আট মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৬ হাজার ৫ শতাধিক মানুষ নিহত এবং প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী। একই সময়ে অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত ও সাড়ে ৪ হাজারের বেশি আহত হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে