চার বছরের কম সময়ের মধ্যে পাঁচবার সাধারণ নির্বাচন দেখল ইসরায়েল। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন ইঙ্গিত মিলেছে বুথ ফেরত জরিপে।
আজ বুধবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় আসতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুথ ফেরত জরিপ অনুসারে বিরোধীদের তুলনায় ডানপন্থী নেতানিয়াহু সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জেরুজালেমে সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি বড় জয়ের কাছাকাছি রয়েছি।’ বুথ ফেরত জরিপে এগিয়ে থাকায় নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সমর্থকেরা উল্লাস করেছেন।
নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ইয়ার লাপিদ অবশ্য বলছেন, এখনো কোনো ফলাফল নির্ধারিত হয়নি।
ইসরায়েল টিভির এক্সিট পোল বলছে, ইসরায়েলের সংসদ নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহু জোট ৬১–৬২টি আসনে নেতৃত্ব দিতে চলেছে। জরিপ অনুসারে, এককভাবে লিকুদ পার্টি নেতৃত্ব দেবে ৩০–৩১টি আসনে।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু জোট (লিকুদ পার্টি, রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি, ইউটিজে এবং শাস) ৬১ আসন অতিক্রম করতে পারবে এবং জোট সরকার গঠন করবে। এককভাবে লিকুদ পার্টি পেতে চলেছে ৩১–৩২টি আসন। বিপরীতে প্রতিদ্বন্দী ইয়ার লাপিদের ইয়েস আটিদ পার্টি পেতে চলেছে ২৩টি আসন।
উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালের ১৪ জুন নেতানিয়াহুর দীর্ঘ এক যুগের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাফতালি বেনেট।
চার বছরের কম সময়ের মধ্যে পাঁচবার সাধারণ নির্বাচন দেখল ইসরায়েল। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন ইঙ্গিত মিলেছে বুথ ফেরত জরিপে।
আজ বুধবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় আসতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুথ ফেরত জরিপ অনুসারে বিরোধীদের তুলনায় ডানপন্থী নেতানিয়াহু সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জেরুজালেমে সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি বড় জয়ের কাছাকাছি রয়েছি।’ বুথ ফেরত জরিপে এগিয়ে থাকায় নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সমর্থকেরা উল্লাস করেছেন।
নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ইয়ার লাপিদ অবশ্য বলছেন, এখনো কোনো ফলাফল নির্ধারিত হয়নি।
ইসরায়েল টিভির এক্সিট পোল বলছে, ইসরায়েলের সংসদ নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহু জোট ৬১–৬২টি আসনে নেতৃত্ব দিতে চলেছে। জরিপ অনুসারে, এককভাবে লিকুদ পার্টি নেতৃত্ব দেবে ৩০–৩১টি আসনে।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু জোট (লিকুদ পার্টি, রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি, ইউটিজে এবং শাস) ৬১ আসন অতিক্রম করতে পারবে এবং জোট সরকার গঠন করবে। এককভাবে লিকুদ পার্টি পেতে চলেছে ৩১–৩২টি আসন। বিপরীতে প্রতিদ্বন্দী ইয়ার লাপিদের ইয়েস আটিদ পার্টি পেতে চলেছে ২৩টি আসন।
উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালের ১৪ জুন নেতানিয়াহুর দীর্ঘ এক যুগের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাফতালি বেনেট।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫