অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় দুর্ভিক্ষপীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এখন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। আজ রোববার সকালে ত্রাণ বিতরণের সময় বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। অন্তত ৪০ জন ক্ষুধার্ত মানুষকে গুলি করে মেরেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে ২০০ জনের বেশি, যাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। এর আগে গত ২৮-২৯ মে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয় ১০ জন। আহত হয় অন্তত ৬২ জন।
ইউএনআরডব্লিউএর তথ্যমতে, আন্তর্জাতিক গণমাধ্যম ও কিছু চিকিৎসাকর্মী সরেজমিনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শহরটি ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউএনআরডব্লিউএ বলছে, সহায়তার নামে এই অপমানজনক ব্যবস্থার ফলে হাজার হাজার ক্ষুধার্ত ও অসহায় মানুষকে বহু মাইল হেঁটে যেতে বাধ্য করা হয়েছে ওই ধ্বংসস্তূপে। আবার সেখানে গিয়ে ত্রাণের পরিবর্তে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটে।
সংস্থাটি আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ ও বৃহৎ পরিসরে পরিচালিত না হলে গণদুর্ভিক্ষ অনিবার্য। ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে অবরোধ তুলে নিতে হবে এবং জাতিসংঘকে বাধাহীন ও নিরাপদভাবে ত্রাণ প্রবেশ ও বিতরণের অনুমতি দিতে হবে। এই সংকট মোকাবিলায় একমাত্র ইউএনআরডব্লিউএই সঠিকভাবে কাজ করতে পারে।
ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গণদুর্ভিক্ষ রোধ করার এখনই সময়, নইলে গাজার অন্তত ১০ লাখ শিশু প্রাণ হারাতে পারে।
ইউএনআরডব্লিউএ অভিযোগ করেছে, গাজার পরিস্থিতি নিয়ে এখন বিভিন্ন পক্ষ থেকে ভুয়া তথ্য ছড়ানোর প্রতিযোগিতা চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষের উচিত, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া এবং স্বাধীনভাবে চলমান বর্বরতার প্রতিবেদন করার সুযোগ দেওয়া।
প্রসঙ্গত, ইসরায়েল গাজায় ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর থেকে উপত্যকাটিতে ত্রাণ বিতরণের কাজ করছে নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। তবে, জিএইচএফ আগে থেকেই বিতর্কিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় নিবন্ধিত হয় এটি। তবে সংস্থাটি প্রথমবারের মতো খাবার বিতরণ কার্যক্রম শুরু করে গত ২৬ মে। এর আগের দিন, ২৫ মে জিএইচএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জেক উড পদত্যাগ করেন। সংস্থাটি মানবিক সহায়তায় নিরপেক্ষতা, মানবতা ও স্বাধীনতার নীতিমালা অনুসরণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
গাজা উপত্যকায় দুর্ভিক্ষপীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এখন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। আজ রোববার সকালে ত্রাণ বিতরণের সময় বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। অন্তত ৪০ জন ক্ষুধার্ত মানুষকে গুলি করে মেরেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে ২০০ জনের বেশি, যাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। এর আগে গত ২৮-২৯ মে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয় ১০ জন। আহত হয় অন্তত ৬২ জন।
ইউএনআরডব্লিউএর তথ্যমতে, আন্তর্জাতিক গণমাধ্যম ও কিছু চিকিৎসাকর্মী সরেজমিনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শহরটি ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউএনআরডব্লিউএ বলছে, সহায়তার নামে এই অপমানজনক ব্যবস্থার ফলে হাজার হাজার ক্ষুধার্ত ও অসহায় মানুষকে বহু মাইল হেঁটে যেতে বাধ্য করা হয়েছে ওই ধ্বংসস্তূপে। আবার সেখানে গিয়ে ত্রাণের পরিবর্তে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটে।
সংস্থাটি আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ ও বৃহৎ পরিসরে পরিচালিত না হলে গণদুর্ভিক্ষ অনিবার্য। ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে অবরোধ তুলে নিতে হবে এবং জাতিসংঘকে বাধাহীন ও নিরাপদভাবে ত্রাণ প্রবেশ ও বিতরণের অনুমতি দিতে হবে। এই সংকট মোকাবিলায় একমাত্র ইউএনআরডব্লিউএই সঠিকভাবে কাজ করতে পারে।
ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গণদুর্ভিক্ষ রোধ করার এখনই সময়, নইলে গাজার অন্তত ১০ লাখ শিশু প্রাণ হারাতে পারে।
ইউএনআরডব্লিউএ অভিযোগ করেছে, গাজার পরিস্থিতি নিয়ে এখন বিভিন্ন পক্ষ থেকে ভুয়া তথ্য ছড়ানোর প্রতিযোগিতা চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষের উচিত, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া এবং স্বাধীনভাবে চলমান বর্বরতার প্রতিবেদন করার সুযোগ দেওয়া।
প্রসঙ্গত, ইসরায়েল গাজায় ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর থেকে উপত্যকাটিতে ত্রাণ বিতরণের কাজ করছে নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। তবে, জিএইচএফ আগে থেকেই বিতর্কিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় নিবন্ধিত হয় এটি। তবে সংস্থাটি প্রথমবারের মতো খাবার বিতরণ কার্যক্রম শুরু করে গত ২৬ মে। এর আগের দিন, ২৫ মে জিএইচএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জেক উড পদত্যাগ করেন। সংস্থাটি মানবিক সহায়তায় নিরপেক্ষতা, মানবতা ও স্বাধীনতার নীতিমালা অনুসরণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে