সৌদি আরবে সবার প্রিয় অতিথিপরায়ণ ব্যক্তি তিনি। শেখ ইসমাইল আল জাইম নামে ওই বৃদ্ধ সবার কাছে ‘আবু আল সেবা’ নামে পরিচিত। তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মদিনার স্থানীয় এবং হজযাত্রীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় মানুষ ছিলেন।
আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তবে কবে কীভাবে তাঁর মৃত্যু হলো সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ নেই।
শেখ আবু আল সেবা প্রায় চার দশক ধরে মসজিদে নববীসহ মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারীদের জন্য বিনা মূল্যে উষ্ণ পানীয় এবং খাবার সরবরাহ করতেন। এই সেবায় জীবন উৎসর্গ করেছিলেন তিনি।
সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী আবু আল সেবা ৫০ বছরেরও বেশি আগে মদিনায় যান। দ্রুতই তিনি স্থানীয়দের মধ্যে বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন।
শেখ ইসমাইল আল জাইমের প্রতিদিনের রুটিনে ছিল প্রচুর পরিমাণে কফি, চা, দুধ এবং রুটি তৈরি করা। কুবা মসজিদের কাছেই থাকত তাঁর খাবারের গাড়ি। শহরে উদারতা এবং সৌহার্দ্য বিতরণের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও থাকত।
মানুষের সেবা করার জন্যই জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাইম। সেবার জন্য অক্লান্ত পরিশ্রম তাঁকে সৌদি আরবের সীমানা ছাড়িয়ে বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও রয়েছে। তাঁর অতুলনীয় আতিথেয়তা এবং তীর্থযাত্রীদের প্রতি তাঁর অকুণ্ঠ সম্মান তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছে। আবু আল সেবার আন্তরিক হাসি আর সাদা দাঁড়ি যেন ছিল দয়ার আলোকবর্তিকা!
প্রতিদিন সকালে তিনি প্রায় ৪৪টি বড় পাত্র উষ্ণ পানীয় দিয়ে ভর্তি করতেন। সেগুলো একটি ট্রলিতে করে দৈনিক একটি স্থানে গিয়ে বসতেন। বিকেল পর্যন্ত পানীয় ও খাবার খাইয়ে মানুষের সেবা করতেন তিনি।
মসজিদে নববীর কাছেই একটি প্লাস্টিকের চেয়ারে বসতেন আবু আল সেবা। সামনে একটি টেবিলে রাখতেন চা–কফির পাশাপাশি মিষ্টি ও খেজুরের প্লেট।
অনেক সাক্ষাৎকারে আবু আল সেবা বলেছেন, কারও কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করে যাচ্ছেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত এটিই করে যেতে চান।
সৌদি আরবে সবার প্রিয় অতিথিপরায়ণ ব্যক্তি তিনি। শেখ ইসমাইল আল জাইম নামে ওই বৃদ্ধ সবার কাছে ‘আবু আল সেবা’ নামে পরিচিত। তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মদিনার স্থানীয় এবং হজযাত্রীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় মানুষ ছিলেন।
আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তবে কবে কীভাবে তাঁর মৃত্যু হলো সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ নেই।
শেখ আবু আল সেবা প্রায় চার দশক ধরে মসজিদে নববীসহ মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারীদের জন্য বিনা মূল্যে উষ্ণ পানীয় এবং খাবার সরবরাহ করতেন। এই সেবায় জীবন উৎসর্গ করেছিলেন তিনি।
সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী আবু আল সেবা ৫০ বছরেরও বেশি আগে মদিনায় যান। দ্রুতই তিনি স্থানীয়দের মধ্যে বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন।
শেখ ইসমাইল আল জাইমের প্রতিদিনের রুটিনে ছিল প্রচুর পরিমাণে কফি, চা, দুধ এবং রুটি তৈরি করা। কুবা মসজিদের কাছেই থাকত তাঁর খাবারের গাড়ি। শহরে উদারতা এবং সৌহার্দ্য বিতরণের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও থাকত।
মানুষের সেবা করার জন্যই জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাইম। সেবার জন্য অক্লান্ত পরিশ্রম তাঁকে সৌদি আরবের সীমানা ছাড়িয়ে বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও রয়েছে। তাঁর অতুলনীয় আতিথেয়তা এবং তীর্থযাত্রীদের প্রতি তাঁর অকুণ্ঠ সম্মান তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছে। আবু আল সেবার আন্তরিক হাসি আর সাদা দাঁড়ি যেন ছিল দয়ার আলোকবর্তিকা!
প্রতিদিন সকালে তিনি প্রায় ৪৪টি বড় পাত্র উষ্ণ পানীয় দিয়ে ভর্তি করতেন। সেগুলো একটি ট্রলিতে করে দৈনিক একটি স্থানে গিয়ে বসতেন। বিকেল পর্যন্ত পানীয় ও খাবার খাইয়ে মানুষের সেবা করতেন তিনি।
মসজিদে নববীর কাছেই একটি প্লাস্টিকের চেয়ারে বসতেন আবু আল সেবা। সামনে একটি টেবিলে রাখতেন চা–কফির পাশাপাশি মিষ্টি ও খেজুরের প্লেট।
অনেক সাক্ষাৎকারে আবু আল সেবা বলেছেন, কারও কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করে যাচ্ছেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত এটিই করে যেতে চান।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে