গাজায় চলমান যুদ্ধের বিবদমান দুই পক্ষের মধ্যে ইসরায়েল আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এবার শর্তসাপেক্ষে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে অপর পক্ষ হামাস। তবে কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় প্রস্তাবিত এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি।
হামাসের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামাস এই চুক্তির কাঠামোর বিষয়ে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। তবে গাজা পুনর্নির্মাণ, বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং অঞ্চলটির বাস্তুচ্যুত বাসিন্দাদের বিষয়ে গৃহীত পদক্ষেপে কিছু সংশোধন আনার জন্য বলেছেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানিও হামাসের সাড়াকে ‘ইতিবাচক’ বলে আখ্যা দিয়েছেন। এই যুদ্ধবিরতি প্রস্তাবটি হামাসের কাছে প্রায় এক সপ্তাহ আগে পাঠানো হয়েছিল। সে সময় গোষ্ঠীটি বলেছিল, তারা প্রস্তাবটিকে গভীরভাবে বিবেচনা করে তারপর প্রতিক্রিয়া জানাবে।
এদিকে, যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস ইসরায়েলে বন্দী বিপুল পরিমাণ ফিলিস্তিনির মুক্তি দাবি করেছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। হামাসের অন্যতম শীর্ষ নেতা হাজি হামাদ রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। হামাসের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পর হাজি হামাদ এ মন্তব্য করেন।
হামাদ রয়টার্সকে বলেছেন, ‘নেতানিয়াহু তার জোট সরকারকে টিকিয়ে রাখার জন্য সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন যে, তিনি বিজয় অর্জন করেছেন বা করবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন।’ তিনি আরও বলেন, ‘প্রস্তাব নিরীক্ষা করতে হামাসের কিছু সময় লেগেছে—এক সপ্তাহের বেশি—কারণ (চুক্তির) অনেক বিষয় অস্পষ্ট ও দ্ব্যর্থক ছিল।’
এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিসর, ফ্রান্স ও কাতারের কর্মকর্তাদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, হামাস প্রাথমিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে।
মাজেদ আল-আনসারি বলেন, ‘প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো সফলভাবে একীভূত করা সম্ভব হয়েছে। প্রস্তাবটি ইসরায়েলি পক্ষ অনুমোদন করেছে এবং আমরা হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাবের ব্যাপারে প্রাথমিক ইতিবাচক নিশ্চয়তা পেয়েছি।’
ইসরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও এবং হামাস প্রাথমিক নিশ্চয়তা দিলেও চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করা হয়নি। হামাস ইতিবাচক মনোভাব দেখানোর পর আমরা এখন তাদের চূড়ান্ত সম্মতির অপেক্ষা করছি।
গাজায় চলমান যুদ্ধের বিবদমান দুই পক্ষের মধ্যে ইসরায়েল আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এবার শর্তসাপেক্ষে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে অপর পক্ষ হামাস। তবে কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় প্রস্তাবিত এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি।
হামাসের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামাস এই চুক্তির কাঠামোর বিষয়ে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। তবে গাজা পুনর্নির্মাণ, বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং অঞ্চলটির বাস্তুচ্যুত বাসিন্দাদের বিষয়ে গৃহীত পদক্ষেপে কিছু সংশোধন আনার জন্য বলেছেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানিও হামাসের সাড়াকে ‘ইতিবাচক’ বলে আখ্যা দিয়েছেন। এই যুদ্ধবিরতি প্রস্তাবটি হামাসের কাছে প্রায় এক সপ্তাহ আগে পাঠানো হয়েছিল। সে সময় গোষ্ঠীটি বলেছিল, তারা প্রস্তাবটিকে গভীরভাবে বিবেচনা করে তারপর প্রতিক্রিয়া জানাবে।
এদিকে, যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস ইসরায়েলে বন্দী বিপুল পরিমাণ ফিলিস্তিনির মুক্তি দাবি করেছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। হামাসের অন্যতম শীর্ষ নেতা হাজি হামাদ রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। হামাসের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পর হাজি হামাদ এ মন্তব্য করেন।
হামাদ রয়টার্সকে বলেছেন, ‘নেতানিয়াহু তার জোট সরকারকে টিকিয়ে রাখার জন্য সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন যে, তিনি বিজয় অর্জন করেছেন বা করবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন।’ তিনি আরও বলেন, ‘প্রস্তাব নিরীক্ষা করতে হামাসের কিছু সময় লেগেছে—এক সপ্তাহের বেশি—কারণ (চুক্তির) অনেক বিষয় অস্পষ্ট ও দ্ব্যর্থক ছিল।’
এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিসর, ফ্রান্স ও কাতারের কর্মকর্তাদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, হামাস প্রাথমিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে।
মাজেদ আল-আনসারি বলেন, ‘প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো সফলভাবে একীভূত করা সম্ভব হয়েছে। প্রস্তাবটি ইসরায়েলি পক্ষ অনুমোদন করেছে এবং আমরা হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাবের ব্যাপারে প্রাথমিক ইতিবাচক নিশ্চয়তা পেয়েছি।’
ইসরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও এবং হামাস প্রাথমিক নিশ্চয়তা দিলেও চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করা হয়নি। হামাস ইতিবাচক মনোভাব দেখানোর পর আমরা এখন তাদের চূড়ান্ত সম্মতির অপেক্ষা করছি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে