কর্মচারীর বিয়েতে যোগ দিতে সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন সালেহ আল সেনাইদি। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। কর্মীর সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ভ্রমণ করেছেন।
সৌদি নাগরিক সালেহ আল সেনাইদির বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে গত বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ।
সেনাইদি বলেন, এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি ওই কর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ঢাকার অদূরেই ওই কর্মীর বাসা। ‘আমি তাঁকে পাঁচ বছর ধরে চিনি। তাঁর সততা ও কাজের দক্ষতার কারণে আমি তাঁর ওপর আস্থা রাখি।’
সৌদি আরবের অনলাইন নিউজ পোর্টাল সাবককে সালেহ আল সেনাইদি বলেন, ‘কর্মীর সঙ্গে মালিকের দূরত্ব সংকুচিত করা এই ভ্রমণের উদ্দেশ্য। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। এর মাধ্যমে অন্যান্য দেশের মানুষের আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ওই কর্মী যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’
বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন জানিয়ে সালেহ বলেন, গ্রামের অনেক মানুষই ছুটে এসেছিলেন এবং লাঞ্চ, ডিনার ও চায়ের দাওয়াত দিয়েছিলেন।
সৌদির সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির কিছুটা মিল আছে মন্তব্য করে সালেহ আল সেনাইদি বলেন, পরিবার, আত্মীয়দের নিয়ে গাড়িতে চড়ে বর যান কনের বাড়িতে। কনের বাড়িতে হয় বিয়ের অনুষ্ঠান। বিষয়টির সঙ্গে তিনি সৌদির সংস্কৃতির মিল খুঁজে পেয়েছেন।
কর্মীদের সঙ্গে ভালো আচরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, তাঁরাও আপনাদের ভাই। সুতরাং তাঁদের ছোট করে দেখবেন না। তাঁরাও আপনাদের মতোই মানুষ। কিন্তু জীবনের কঠোর বাস্তবতায় তাঁরা নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাসজীবন বেছে নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুুন:
কর্মচারীর বিয়েতে যোগ দিতে সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন সালেহ আল সেনাইদি। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। কর্মীর সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ভ্রমণ করেছেন।
সৌদি নাগরিক সালেহ আল সেনাইদির বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে গত বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ।
সেনাইদি বলেন, এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি ওই কর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ঢাকার অদূরেই ওই কর্মীর বাসা। ‘আমি তাঁকে পাঁচ বছর ধরে চিনি। তাঁর সততা ও কাজের দক্ষতার কারণে আমি তাঁর ওপর আস্থা রাখি।’
সৌদি আরবের অনলাইন নিউজ পোর্টাল সাবককে সালেহ আল সেনাইদি বলেন, ‘কর্মীর সঙ্গে মালিকের দূরত্ব সংকুচিত করা এই ভ্রমণের উদ্দেশ্য। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। এর মাধ্যমে অন্যান্য দেশের মানুষের আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ওই কর্মী যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’
বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন জানিয়ে সালেহ বলেন, গ্রামের অনেক মানুষই ছুটে এসেছিলেন এবং লাঞ্চ, ডিনার ও চায়ের দাওয়াত দিয়েছিলেন।
সৌদির সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির কিছুটা মিল আছে মন্তব্য করে সালেহ আল সেনাইদি বলেন, পরিবার, আত্মীয়দের নিয়ে গাড়িতে চড়ে বর যান কনের বাড়িতে। কনের বাড়িতে হয় বিয়ের অনুষ্ঠান। বিষয়টির সঙ্গে তিনি সৌদির সংস্কৃতির মিল খুঁজে পেয়েছেন।
কর্মীদের সঙ্গে ভালো আচরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, তাঁরাও আপনাদের ভাই। সুতরাং তাঁদের ছোট করে দেখবেন না। তাঁরাও আপনাদের মতোই মানুষ। কিন্তু জীবনের কঠোর বাস্তবতায় তাঁরা নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাসজীবন বেছে নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫