অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশিয়ার কূটনীতিকদের একটি প্রতিনিধি দল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বেশ কয়েকটি দেশ এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ওই কূটনীতিকরা জেনিনে একটি দাপ্তরিক সফরে গিয়েছিলেন। সেখানে ৪ মাস ধরে চলা ইসরায়েলি সামরিক হামলা এবং এর ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি ও বাস্তুচ্যুতি সরেজমিনে দেখতেই তাঁদের এই সফর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিনিধি দলটি তাদের পূর্ব-নির্ধারিত পথ থেকে সরে গিয়ে অননুমোদিত এলাকায় প্রবেশ করায়, তাদের সরিয়ে দিতে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল। এতে কেউ হতাহত হননি।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কমান্ডার ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিনিধি দলের সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তারা ‘শিগগিরই কূটনীতিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন এবং প্রাথমিক তদন্তের ফলাফল সম্পর্কে তাঁদের অবহিত করবেন।’
আল-জাজিরার হামদা সালহুত জর্ডানের আম্মান থেকে জানিয়েছেন (কারণ আল-জাজিরাকে পশ্চিম তীর ও ইসরায়েলে নিষিদ্ধ করা হয়েছে), এই ঘটনা সেখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরে। এতে বোঝা যায়, অধিকৃত পশ্চিম তীরের যেকোনো ব্যক্তি ইসরায়েলি হামলার শিকার হতে পারে। তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের এই জায়গাগুলো সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে। জেনিন, তুলকারেম এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের আশপাশে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রতিনিধি দলের সদস্যরা যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁদের কাছাকাছি গুলির শব্দ শোনা যায় এবং তাঁরা দ্রুত আশ্রয় নিতে বাধ্য হন। আল-জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সির যাচাইকৃত ফুটেজে দুজন ইসরায়েলি সেনাকেও কাছাকাছি দাঁড়িয়ে কূটনীতিকদের দিকে রাইফেল তাক করে থাকতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাহায্যকর্মী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রায় ২০ জন কূটনীতিককে সেসময় জেনিনের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোথা থেকে গুলি চালানো হয়েছিল তা স্পষ্ট ছিল না এবং কেউ আহত হননি। ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় ‘ইসরায়েলি দখলদার বাহিনীর এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে, যা ইচ্ছাকৃতভাবে একটি স্বীকৃত কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে।’
ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশিয়ার কূটনীতিকদের একটি প্রতিনিধি দল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বেশ কয়েকটি দেশ এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ওই কূটনীতিকরা জেনিনে একটি দাপ্তরিক সফরে গিয়েছিলেন। সেখানে ৪ মাস ধরে চলা ইসরায়েলি সামরিক হামলা এবং এর ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি ও বাস্তুচ্যুতি সরেজমিনে দেখতেই তাঁদের এই সফর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিনিধি দলটি তাদের পূর্ব-নির্ধারিত পথ থেকে সরে গিয়ে অননুমোদিত এলাকায় প্রবেশ করায়, তাদের সরিয়ে দিতে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল। এতে কেউ হতাহত হননি।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কমান্ডার ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিনিধি দলের সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তারা ‘শিগগিরই কূটনীতিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন এবং প্রাথমিক তদন্তের ফলাফল সম্পর্কে তাঁদের অবহিত করবেন।’
আল-জাজিরার হামদা সালহুত জর্ডানের আম্মান থেকে জানিয়েছেন (কারণ আল-জাজিরাকে পশ্চিম তীর ও ইসরায়েলে নিষিদ্ধ করা হয়েছে), এই ঘটনা সেখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরে। এতে বোঝা যায়, অধিকৃত পশ্চিম তীরের যেকোনো ব্যক্তি ইসরায়েলি হামলার শিকার হতে পারে। তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের এই জায়গাগুলো সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে। জেনিন, তুলকারেম এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের আশপাশে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রতিনিধি দলের সদস্যরা যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁদের কাছাকাছি গুলির শব্দ শোনা যায় এবং তাঁরা দ্রুত আশ্রয় নিতে বাধ্য হন। আল-জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সির যাচাইকৃত ফুটেজে দুজন ইসরায়েলি সেনাকেও কাছাকাছি দাঁড়িয়ে কূটনীতিকদের দিকে রাইফেল তাক করে থাকতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাহায্যকর্মী অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রায় ২০ জন কূটনীতিককে সেসময় জেনিনের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোথা থেকে গুলি চালানো হয়েছিল তা স্পষ্ট ছিল না এবং কেউ আহত হননি। ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় ‘ইসরায়েলি দখলদার বাহিনীর এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে, যা ইচ্ছাকৃতভাবে একটি স্বীকৃত কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে