ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত রোববার (১৪ জানুয়ারি) লোহিত সাগরে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসির এক প্রতিবেদন অনুসারে, লোহিত সাগরের হুদায়দাহ উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনকে লক্ষ্য করে একটি অ্যান্টি–শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুটে আসে। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।
গত রোববার বিকেলের এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইয়েমেনের বেশ কয়েকটি অঞ্চলে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পরেই মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। লোহিত সাগরে ইসরায়েলগামী পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহী।
গত শুক্রবার (১২ জানুয়ারি) ইয়েমেনের অস্ত্রাগার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রায় ৩০টি স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পরদিন শনিবার হুতিদের র্যাডার সাইট লক্ষ্য করে আবারও হামলা করে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমাদের জনগণকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নিতে পিছপা হব না।’
যুক্তরাজ্যও বলছে, তারা হুতিদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।
গত রোববার বিশিষ্ট হুতি সমর্থক হুসাইন আল-বুখাইতি বিবিসিকে বলেন, ইয়েমেনের ওপর হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে হুতি যোদ্ধারা।
রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হুতি ইয়েমেনের রাজধানীসহ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। ইরান থেকে অস্ত্র পাওয়া এ গোষ্ঠীটি হামাসের প্রধান মিত্র।
গত ১৯ নভেম্বর থেকেই লোহিত সাগরের বাণিজ্য জাহাজগুলো লক্ষ্য করে অন্তত ২৭টি হামলা চালিয়েছে হুতিরা। লোহিত সাগরের এ পথটি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রধান একটি রুট।
গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু করার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলগামী এবং ইসরায়েলের সব জাহাজে হামলা চালানোর ঘোষণা দেয় হুতিরা। তবে, এ বাহিনী এমন কিছু জাহাজেও হামলা করে বসে যার ইসরায়েলের সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক নেই।
হামলাগুলোর কারণে প্রধান পণ্য পরিবহন কোম্পানিগুলো এ পথের বিকল্প হিসেবে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দীর্ঘ পথ ব্যবহার করা শুরু করেছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।
ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত রোববার (১৪ জানুয়ারি) লোহিত সাগরে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসির এক প্রতিবেদন অনুসারে, লোহিত সাগরের হুদায়দাহ উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনকে লক্ষ্য করে একটি অ্যান্টি–শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুটে আসে। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।
গত রোববার বিকেলের এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইয়েমেনের বেশ কয়েকটি অঞ্চলে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পরেই মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। লোহিত সাগরে ইসরায়েলগামী পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহী।
গত শুক্রবার (১২ জানুয়ারি) ইয়েমেনের অস্ত্রাগার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রায় ৩০টি স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পরদিন শনিবার হুতিদের র্যাডার সাইট লক্ষ্য করে আবারও হামলা করে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমাদের জনগণকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নিতে পিছপা হব না।’
যুক্তরাজ্যও বলছে, তারা হুতিদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।
গত রোববার বিশিষ্ট হুতি সমর্থক হুসাইন আল-বুখাইতি বিবিসিকে বলেন, ইয়েমেনের ওপর হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে হুতি যোদ্ধারা।
রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হুতি ইয়েমেনের রাজধানীসহ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। ইরান থেকে অস্ত্র পাওয়া এ গোষ্ঠীটি হামাসের প্রধান মিত্র।
গত ১৯ নভেম্বর থেকেই লোহিত সাগরের বাণিজ্য জাহাজগুলো লক্ষ্য করে অন্তত ২৭টি হামলা চালিয়েছে হুতিরা। লোহিত সাগরের এ পথটি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রধান একটি রুট।
গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু করার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলগামী এবং ইসরায়েলের সব জাহাজে হামলা চালানোর ঘোষণা দেয় হুতিরা। তবে, এ বাহিনী এমন কিছু জাহাজেও হামলা করে বসে যার ইসরায়েলের সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক নেই।
হামলাগুলোর কারণে প্রধান পণ্য পরিবহন কোম্পানিগুলো এ পথের বিকল্প হিসেবে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দীর্ঘ পথ ব্যবহার করা শুরু করেছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে