ইসরায়েলের হামলার পর আটকে পড়া নাগরিকদের বেশির ভাগই গাজা ছেড়ে গেছেন, আরও চলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু একজন ফিলিপাইন বংশোদ্ভূত গাজা ছাড়তে রাজি নন, যিনি ক্যাথলিক নান (সন্ন্যাসিনী)। ‘ফিলিপিনো আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে’ তিনি বিধ্বস্ত গাজার গির্জায় রয়ে গেছেন।
আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের বোমা হামলার পর থেকে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ১৩৭ ফিলিপাইনের নাগরিক আটকা পড়েছিলেন। তাঁদের মধ্যে এই নান ছাড়া সবাই নিরাপদে ম্যানিলায় ফিরে গেছেন।
গতকাল সোমবার গাজার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ক্যাথলিক এই নান ‘আধ্যাত্মিকতা ও সংহতির প্রতীক’ হিসেবে গাজায় তিনিই ফিলিপাইনের শেষ নাগরিক।
সর্বশেষ রোববার রাতে দ্বিতীয় দফায় ৪১ ফিলিপিনো ও ৭ ফিলিস্তিনি নাগরিকের দ্বিতীয় দলকে গাজা থেকে নিরাপদে সরিয়ে ম্যানিলায় নেওয়া হয়। এর কিছুদিন আগেই প্রথম দলটি ফিলিপাইনের রাজধানীতে পৌঁছায়। তাঁদের অনেকে পরিবারের সদস্যদের ছেড়ে আসতে বাধ্য হয়েছেন।
গাজায় অবস্থিত বেশির ভাগ ফিলিপিনোই স্থায়ী বাসিন্দা। তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশই ফিলিপাইনের বংশোদ্ভূত ফিলিস্তিনি, যাঁদের জন্ম ও বেড়ে ওঠা গাজাতেই।
গাজায় এখনো ২৬ ফিলিপিনো আটকে আছেন। তাঁদের মধ্যে রয়েছেন মিশনারিজ অব চ্যারিটির ৬৩ বছর বয়সী এক ক্যাথলিক সন্ন্যাসিনী। ইসরায়েলের হামলার শুরু থেকেই তিনি গাজা ছেড়ে আসতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। শত শত শরণার্থীর আশ্রয়স্থলে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজার এ গির্জা।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এদুয়ার্দো দে ভেগা আরব নিউজকে বলেন, ‘তিনি মিশনারিজ অব চ্যারিটির সঙ্গে আছেন...তাঁরা যাবেন না। তাঁরা বিশ্বাস করেন, তাঁরা যা করছেন তা আধ্যাত্মিক।’
এদুয়ার্দো দে ভেগা বলেন, ‘গাজায় তিনি হবেন শেষ ফিলিপিনো এবং ফিলিপাইনের আধ্যাত্মিকতার প্রতীক, কীভাবে আমরা নিপীড়িতের জন্য সংহতি ও বিশ্ব শান্তির প্রার্থনা করি, তার প্রতীক তিনি।’
দে ভেগা বলেন, ‘সন্ন্যাসিনী এখন পর্যন্ত নিরাপদ।’ জর্ডানে অবস্থিত ফিলিপাইনের রাষ্ট্রদূত ওই সন্ন্যাসিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তিনি শুধু তাঁর জন্য প্রার্থনা করতেই বলছেন।
ফিলিপাইন সরকার গাজা উপত্যকা থেকে তাদের অন্য নাগরিকদের সরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত ১১ হাজার ১০০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি বোমা হামলার কারণে রাফা ক্রসিং সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি নাগরিকদের সরিয়ে আনার প্রচেষ্টায় দেরি হচ্ছে। রাফা ক্রসিংই গাজায় তেল আবিবের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে একমাত্র প্রবেশপথ।
দে ভেগা বলেন, মায়া তৈরি হওয়ায় গাজায় রয়ে যাওয়া অনেক ফিলিপিনোই গাজা ছেড়ে আসতে অসম্মতি জানাচ্ছেন। ফিলিস্তিনি সঙ্গী আসতে পারবেন না বলেও অনেকে গাজায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এখনো তাঁদের গাজা ছেড়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছি। আশা করছি, আমরা তাঁদের সবাইকে সরিয়ে আনতে পারব।’
ইসরায়েলের হামলার পর আটকে পড়া নাগরিকদের বেশির ভাগই গাজা ছেড়ে গেছেন, আরও চলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু একজন ফিলিপাইন বংশোদ্ভূত গাজা ছাড়তে রাজি নন, যিনি ক্যাথলিক নান (সন্ন্যাসিনী)। ‘ফিলিপিনো আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে’ তিনি বিধ্বস্ত গাজার গির্জায় রয়ে গেছেন।
আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের বোমা হামলার পর থেকে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ১৩৭ ফিলিপাইনের নাগরিক আটকা পড়েছিলেন। তাঁদের মধ্যে এই নান ছাড়া সবাই নিরাপদে ম্যানিলায় ফিরে গেছেন।
গতকাল সোমবার গাজার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ক্যাথলিক এই নান ‘আধ্যাত্মিকতা ও সংহতির প্রতীক’ হিসেবে গাজায় তিনিই ফিলিপাইনের শেষ নাগরিক।
সর্বশেষ রোববার রাতে দ্বিতীয় দফায় ৪১ ফিলিপিনো ও ৭ ফিলিস্তিনি নাগরিকের দ্বিতীয় দলকে গাজা থেকে নিরাপদে সরিয়ে ম্যানিলায় নেওয়া হয়। এর কিছুদিন আগেই প্রথম দলটি ফিলিপাইনের রাজধানীতে পৌঁছায়। তাঁদের অনেকে পরিবারের সদস্যদের ছেড়ে আসতে বাধ্য হয়েছেন।
গাজায় অবস্থিত বেশির ভাগ ফিলিপিনোই স্থায়ী বাসিন্দা। তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশই ফিলিপাইনের বংশোদ্ভূত ফিলিস্তিনি, যাঁদের জন্ম ও বেড়ে ওঠা গাজাতেই।
গাজায় এখনো ২৬ ফিলিপিনো আটকে আছেন। তাঁদের মধ্যে রয়েছেন মিশনারিজ অব চ্যারিটির ৬৩ বছর বয়সী এক ক্যাথলিক সন্ন্যাসিনী। ইসরায়েলের হামলার শুরু থেকেই তিনি গাজা ছেড়ে আসতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। শত শত শরণার্থীর আশ্রয়স্থলে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজার এ গির্জা।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এদুয়ার্দো দে ভেগা আরব নিউজকে বলেন, ‘তিনি মিশনারিজ অব চ্যারিটির সঙ্গে আছেন...তাঁরা যাবেন না। তাঁরা বিশ্বাস করেন, তাঁরা যা করছেন তা আধ্যাত্মিক।’
এদুয়ার্দো দে ভেগা বলেন, ‘গাজায় তিনি হবেন শেষ ফিলিপিনো এবং ফিলিপাইনের আধ্যাত্মিকতার প্রতীক, কীভাবে আমরা নিপীড়িতের জন্য সংহতি ও বিশ্ব শান্তির প্রার্থনা করি, তার প্রতীক তিনি।’
দে ভেগা বলেন, ‘সন্ন্যাসিনী এখন পর্যন্ত নিরাপদ।’ জর্ডানে অবস্থিত ফিলিপাইনের রাষ্ট্রদূত ওই সন্ন্যাসিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তিনি শুধু তাঁর জন্য প্রার্থনা করতেই বলছেন।
ফিলিপাইন সরকার গাজা উপত্যকা থেকে তাদের অন্য নাগরিকদের সরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত ১১ হাজার ১০০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি বোমা হামলার কারণে রাফা ক্রসিং সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি নাগরিকদের সরিয়ে আনার প্রচেষ্টায় দেরি হচ্ছে। রাফা ক্রসিংই গাজায় তেল আবিবের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে একমাত্র প্রবেশপথ।
দে ভেগা বলেন, মায়া তৈরি হওয়ায় গাজায় রয়ে যাওয়া অনেক ফিলিপিনোই গাজা ছেড়ে আসতে অসম্মতি জানাচ্ছেন। ফিলিস্তিনি সঙ্গী আসতে পারবেন না বলেও অনেকে গাজায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এখনো তাঁদের গাজা ছেড়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছি। আশা করছি, আমরা তাঁদের সবাইকে সরিয়ে আনতে পারব।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে