অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ ওমান গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা চালাবে না, বিনিময়ে তারাও লোহিতসাগরে নৌযান চলাচলে আর কোনো বিঘ্ন সৃষ্টি করবে না।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, আমেরিকা ও ইয়েমেনের হুতিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী ওমান মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, এই চুক্তি লোহিতসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক আলোচনা ও যোগাযোগের পর উত্তেজনা কমানোর লক্ষ্যে প্রচেষ্টা চালানো হয়েছে।’ এর ফলে ‘দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।’ তিনি আরও বলেছেন, এই চুক্তিতে ‘কোনো পক্ষই অন্য পক্ষকে লক্ষ্যবস্তু করবে না।’ এটি লোহিতসাগরে ‘নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের মসৃণ চলাচল নিশ্চিত করবে।’
এর আগে, গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনে হুতিদের ওপর বোমা হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোতে বাধা দেওয়া বন্ধ করতে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প ঘোষণা করেন, হুতিরা বলেছে যে, তারা আর যুদ্ধ করতে চায় না। তবে এই বার্তা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, ‘তারা বলেছে, আমাদের ওপর আর বোমা ফেলবেন না এবং আমরা আপনাদের জাহাজে আক্রমণ করব না।’
উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল যখন অভিযান শুরু করে, তখন থেকেই হুতিরা ইসরায়েল ও লোহিতসাগরে জাহাজে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিরা জাহাজ হামলা বন্ধ করবে—এই কথায় বিশ্বাস রাখছে ওয়াশিংটন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তেজনা বেশি ছিল। তবে গত রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েল বিমান হামলা চালায়। মঙ্গলবার রাজধানী সানা’র মূল বিমানবন্দরেও ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হুতি এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর দুই দিনে এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ ওমান গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা চালাবে না, বিনিময়ে তারাও লোহিতসাগরে নৌযান চলাচলে আর কোনো বিঘ্ন সৃষ্টি করবে না।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, আমেরিকা ও ইয়েমেনের হুতিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী ওমান মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, এই চুক্তি লোহিতসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক আলোচনা ও যোগাযোগের পর উত্তেজনা কমানোর লক্ষ্যে প্রচেষ্টা চালানো হয়েছে।’ এর ফলে ‘দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।’ তিনি আরও বলেছেন, এই চুক্তিতে ‘কোনো পক্ষই অন্য পক্ষকে লক্ষ্যবস্তু করবে না।’ এটি লোহিতসাগরে ‘নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের মসৃণ চলাচল নিশ্চিত করবে।’
এর আগে, গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনে হুতিদের ওপর বোমা হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোতে বাধা দেওয়া বন্ধ করতে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প ঘোষণা করেন, হুতিরা বলেছে যে, তারা আর যুদ্ধ করতে চায় না। তবে এই বার্তা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, ‘তারা বলেছে, আমাদের ওপর আর বোমা ফেলবেন না এবং আমরা আপনাদের জাহাজে আক্রমণ করব না।’
উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল যখন অভিযান শুরু করে, তখন থেকেই হুতিরা ইসরায়েল ও লোহিতসাগরে জাহাজে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিরা জাহাজ হামলা বন্ধ করবে—এই কথায় বিশ্বাস রাখছে ওয়াশিংটন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তেজনা বেশি ছিল। তবে গত রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েল বিমান হামলা চালায়। মঙ্গলবার রাজধানী সানা’র মূল বিমানবন্দরেও ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হুতি এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর দুই দিনে এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা ছিল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে