অনলাইন ডেস্ক
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য খাদ্যসহায়তা নিতে আসা পরিবারগুলোর ওপর চালানো বিমান হামলায় নিহত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ৯ জন শিশু ও চারজন নারী রয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে, যার মধ্যে ১৯ জনই শিশু। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গাজায় অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চলছে এবং রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সহায়তা নিতে আসা পরিবারের ওপর হামলা সম্পূর্ণ অমানবিক। মাসের পর মাস ধরে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না দেওয়া এবং যুদ্ধরত পক্ষগুলোর বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার ফল আজকের এই নির্মম বাস্তবতা।’
তিনি আরও বলেন, ‘ত্রাণের অভাবে শিশুরা এখন অনাহারে ভুগছে। জীবন রক্ষাকারী সহায়তা ও সেবা পুরোদমে পুনরায় শুরু না হলে অপুষ্ট শিশুদের সংখ্যা বাড়তেই থাকবে।’
রাসেল ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন পুরোপুরিভাবে অনুসরণ করে এই হামলার নিরপেক্ষ তদন্ত চালায়।
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে একে গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অভিযানের অংশ’ বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে—স্কুল, রাস্তাঘাট, শরণার্থী শিবির—কোনো কিছুতে হামলা চালাতে বাদ রাখছে না। ইসরায়েল যে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে, তা এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট।’
সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন। তবে, প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য খাদ্যসহায়তা নিতে আসা পরিবারগুলোর ওপর চালানো বিমান হামলায় নিহত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ৯ জন শিশু ও চারজন নারী রয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে, যার মধ্যে ১৯ জনই শিশু। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গাজায় অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চলছে এবং রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সহায়তা নিতে আসা পরিবারের ওপর হামলা সম্পূর্ণ অমানবিক। মাসের পর মাস ধরে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না দেওয়া এবং যুদ্ধরত পক্ষগুলোর বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার ফল আজকের এই নির্মম বাস্তবতা।’
তিনি আরও বলেন, ‘ত্রাণের অভাবে শিশুরা এখন অনাহারে ভুগছে। জীবন রক্ষাকারী সহায়তা ও সেবা পুরোদমে পুনরায় শুরু না হলে অপুষ্ট শিশুদের সংখ্যা বাড়তেই থাকবে।’
রাসেল ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন পুরোপুরিভাবে অনুসরণ করে এই হামলার নিরপেক্ষ তদন্ত চালায়।
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে একে গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অভিযানের অংশ’ বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে—স্কুল, রাস্তাঘাট, শরণার্থী শিবির—কোনো কিছুতে হামলা চালাতে বাদ রাখছে না। ইসরায়েল যে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে, তা এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট।’
সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন। তবে, প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে