ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় জিম্মি উদ্ধার করতে অভিযানে নেমেছিল ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। কিন্তু যেসব জিম্মিকে উদ্ধারে গিয়েছিল, তাদের তিনজনকে গুলি করা হত্যা করেছে তারা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ভুলবশত ইসরায়েলি সৈন্যরা জিম্মিদের দিকে গুলি চালালে ওই তিনজন নিহত হন। গতকাল শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই তিনজন জিম্মির দিকে ভুলবশত গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। যেসব সেনা গুলি করেছে, তাদের এমন আচরণের পর্যালোচনা করা হবে। এ ছাড়া, এ ঘটনার স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ের সময় ইসরায়েলি সেনারা ওই তিন জিম্মিকে হুমকি বলে বিবেচনা করে। পরে সেই ধারণার বশবর্তী হয়ে গুলি চালালে ওই তিনজন নিহত হন।’ নিহত তিন জিম্মির নামও প্রকাশ করেছে। তাঁরা হলেন ইয়োতাম হাইম, সামের তালালকা ও এলন শামরিজ। তাঁদের তিনজনকেই গত ৭ অক্টোবর অপহরণ করেছিল হামাস।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর আকস্মিকভাবে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটির অভ্যন্তরে ঢুকে পড়ে এবং হামলা চালায়। তাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ সময় ২৪০ জনকে বন্দী করে আনে হামাস। এরই মধ্যে যুদ্ধবিরতির আওতায় বেশ কয়েকজনকে মুক্ত করা হয়েছে। তার পরও এখনো শতাধিক জিম্মি রয়ে গেছে হামাসের কাছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত (গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায়। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫১ হাজারেরও বেশি।
সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, ইসরায়েলি হামলায় হতাহতদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও নারী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের তথ্যানুসারে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ হাজার শিশু নিহত হয়েছে। একই সময়ে নিহত ফিলিস্তিনি নারীর সংখ্যা ৬ হাজার ২০০।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় জিম্মি উদ্ধার করতে অভিযানে নেমেছিল ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। কিন্তু যেসব জিম্মিকে উদ্ধারে গিয়েছিল, তাদের তিনজনকে গুলি করা হত্যা করেছে তারা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ভুলবশত ইসরায়েলি সৈন্যরা জিম্মিদের দিকে গুলি চালালে ওই তিনজন নিহত হন। গতকাল শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই তিনজন জিম্মির দিকে ভুলবশত গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। যেসব সেনা গুলি করেছে, তাদের এমন আচরণের পর্যালোচনা করা হবে। এ ছাড়া, এ ঘটনার স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ের সময় ইসরায়েলি সেনারা ওই তিন জিম্মিকে হুমকি বলে বিবেচনা করে। পরে সেই ধারণার বশবর্তী হয়ে গুলি চালালে ওই তিনজন নিহত হন।’ নিহত তিন জিম্মির নামও প্রকাশ করেছে। তাঁরা হলেন ইয়োতাম হাইম, সামের তালালকা ও এলন শামরিজ। তাঁদের তিনজনকেই গত ৭ অক্টোবর অপহরণ করেছিল হামাস।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর আকস্মিকভাবে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটির অভ্যন্তরে ঢুকে পড়ে এবং হামলা চালায়। তাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ সময় ২৪০ জনকে বন্দী করে আনে হামাস। এরই মধ্যে যুদ্ধবিরতির আওতায় বেশ কয়েকজনকে মুক্ত করা হয়েছে। তার পরও এখনো শতাধিক জিম্মি রয়ে গেছে হামাসের কাছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত (গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায়। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫১ হাজারেরও বেশি।
সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, ইসরায়েলি হামলায় হতাহতদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও নারী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের তথ্যানুসারে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮ হাজার শিশু নিহত হয়েছে। একই সময়ে নিহত ফিলিস্তিনি নারীর সংখ্যা ৬ হাজার ২০০।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫