সরকারি স্কুলগুলোতে চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। আগামী বছরের শেষ নাগাদ ১ লাখ ২ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সৌদি নিউজ পোর্টাল সাবক–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রসারণ সৌদি আরবের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আগ্রহকে প্রতিফলিত করে।
গত বছর একটি চুক্তির অধীনে চীনা ভাষার প্রথম ব্যাচের ১৭৫ জন শিক্ষক এখন সৌদি আরবের স্কুলগুলোতে পড়াচ্ছেন।
এ বছর সৌদি শিক্ষা মন্ত্রণালয় একটি সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ হিসেবে নির্দিষ্ট কিছু অঞ্চলের মাধ্যমিক স্কুলগুলোতে চীনা ভাষা প্রবর্তনের ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, রিয়াদ, ইয়ানবু, পূর্বাঞ্চলীয় প্রদেশ, জেদ্দা, জাজান এবং তাবুকে আরবি এবং ইংরেজির পাশাপাশি চীনা ভাষা শিক্ষা দেওয়ার জন্য ২০২৩ সালে সরকার অনুমোদিত সিদ্ধান্তের অধীনে এই ভাষা শেখানো হবে।
মন্ত্রণালয় আরও জানায়, চীনা শিক্ষকদের প্রথম দলের সৌদি আরবে আসার পর তাঁদের জন্য একটি পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়েছিল।
এই শিক্ষকেরা তিয়ানজিন নরমাল ইউনিভার্সিটিতে প্রাক–সেবা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্র এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করে।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ চীন এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চ বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা শুরু করে।
ওই বছর, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীন সফর করেন। এই সফরেই সৌদি আরবের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সম্মতি হয়।
২০২২ সালের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সৌদি আরব সফরের পর চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে সরকার। ওই সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রিয়াদে শি চিন পিং বলেন, তাঁর দেশ উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর জন্য অবারিত সুযোগ দেবে।
সরকারি স্কুলগুলোতে চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। আগামী বছরের শেষ নাগাদ ১ লাখ ২ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সৌদি নিউজ পোর্টাল সাবক–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্প্রসারণ সৌদি আরবের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আগ্রহকে প্রতিফলিত করে।
গত বছর একটি চুক্তির অধীনে চীনা ভাষার প্রথম ব্যাচের ১৭৫ জন শিক্ষক এখন সৌদি আরবের স্কুলগুলোতে পড়াচ্ছেন।
এ বছর সৌদি শিক্ষা মন্ত্রণালয় একটি সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ হিসেবে নির্দিষ্ট কিছু অঞ্চলের মাধ্যমিক স্কুলগুলোতে চীনা ভাষা প্রবর্তনের ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, রিয়াদ, ইয়ানবু, পূর্বাঞ্চলীয় প্রদেশ, জেদ্দা, জাজান এবং তাবুকে আরবি এবং ইংরেজির পাশাপাশি চীনা ভাষা শিক্ষা দেওয়ার জন্য ২০২৩ সালে সরকার অনুমোদিত সিদ্ধান্তের অধীনে এই ভাষা শেখানো হবে।
মন্ত্রণালয় আরও জানায়, চীনা শিক্ষকদের প্রথম দলের সৌদি আরবে আসার পর তাঁদের জন্য একটি পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়েছিল।
এই শিক্ষকেরা তিয়ানজিন নরমাল ইউনিভার্সিটিতে প্রাক–সেবা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্র এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করে।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ চীন এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চ বিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা শুরু করে।
ওই বছর, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীন সফর করেন। এই সফরেই সৌদি আরবের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে সম্মতি হয়।
২০২২ সালের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সৌদি আরব সফরের পর চীনা ভাষা শিক্ষার সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে সরকার। ওই সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রিয়াদে শি চিন পিং বলেন, তাঁর দেশ উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর জন্য অবারিত সুযোগ দেবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে