ইরানের পরমাণু কর্মসূচি রুখতে একটি যৌথ ঘোষণায় সাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ওই ঘোষণায় সাক্ষর করেছেন। দুই নেতা তাঁদের ইরান বিরোধী অবস্থান আবারও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য ও ইসরায়েল সফর। এই সফরে বাইডেন ইসরায়েলের নেতৃবৃন্দের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ওই যৌথ ঘোষণায় ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখতে ওয়াশিংটনের অঙ্গীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে রেকর্ড পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিতে একটি চুক্তি সাক্ষর করে। ওই চুক্তির মেয়াদ ধরা হয়েছিল ১০ বছর।
বিশ্লেষকেরা এই ঘোষণাকে বেশ গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করেছেন। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে দেশ দুটির অবস্থান এবং ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ রুখতে এই ঘোষণা বেশ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাইডেনের সঙ্গে বৈঠক শেষে ইয়ার লাপিদ বলেছেন, তাঁরা দুজন ইরানের পরমাণু অস্ত্রের হুমকির ব্যাপারে আলোচনা করেছেন। তিনি আরও বলেছেন, ‘কোনো পরমাণু শক্তিধর ইরান এই পৃথিবীতে থাকবে না।’
ইসরায়েল সফর শেষে বাইডেনের সরাসরি সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি রুখতে একটি যৌথ ঘোষণায় সাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ওই ঘোষণায় সাক্ষর করেছেন। দুই নেতা তাঁদের ইরান বিরোধী অবস্থান আবারও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য ও ইসরায়েল সফর। এই সফরে বাইডেন ইসরায়েলের নেতৃবৃন্দের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ওই যৌথ ঘোষণায় ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখতে ওয়াশিংটনের অঙ্গীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে রেকর্ড পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিতে একটি চুক্তি সাক্ষর করে। ওই চুক্তির মেয়াদ ধরা হয়েছিল ১০ বছর।
বিশ্লেষকেরা এই ঘোষণাকে বেশ গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করেছেন। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে দেশ দুটির অবস্থান এবং ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ রুখতে এই ঘোষণা বেশ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাইডেনের সঙ্গে বৈঠক শেষে ইয়ার লাপিদ বলেছেন, তাঁরা দুজন ইরানের পরমাণু অস্ত্রের হুমকির ব্যাপারে আলোচনা করেছেন। তিনি আরও বলেছেন, ‘কোনো পরমাণু শক্তিধর ইরান এই পৃথিবীতে থাকবে না।’
ইসরায়েল সফর শেষে বাইডেনের সরাসরি সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫