অনলাইন ডেস্ক
এবারের হজ মৌসুমে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর আগেই সুরক্ষার ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। গত বছরের মতো ভয়াবহ প্রাণহানি ঠেকাতেই এই বাড়তি সতর্কতা। গত বছর তীব্র গরমে ১ হাজার ৩০০-এর বেশি হাজির মৃত্যু হয়েছিল। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন নিবন্ধনহীন এবং বয়সে প্রবীণ বা অসুস্থ।
হজ শুরুর প্রাক্কালে আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, চলতি বছর প্রায় ২০ লাখের বেশি মুসল্লির আগমন প্রত্যাশা করছে সৌদি আরব। বিপুলসংখ্যক মানুষের হজ ব্যবস্থাপনায় তাই প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়িয়েছে সরকার। এ ছাড়া নিবন্ধন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে ৫ হাজার মার্কিন ডলার (৬ লাখের বেশি টাকা) পর্যন্ত জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি নির্ধারণ করা হয়েছে। এমনকি যাঁরা সৌদি নাগরিক বা সেখানকার আবাসিক, তাঁরাও এবার অনুমতি ছাড়া হজ করতে পারবেন না।
মক্কায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ, তাঁদের হজের অনুমতি ছিল না। হজ আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজারের বেশি বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৪০০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, ‘২০২৪ সালে মৃত্যুবরণকারীদের ৮০ শতাংশই ছিলেন অনিবন্ধিত হজযাত্রী। এ বছর আমরা আন্তর্জাতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক হাজিকে পর্যবেক্ষণে রাখছি।’
সব হাজিকে এবার স্মার্ট হেলথ ট্র্যাকার পরতে দেওয়া হচ্ছে, যা শরীরের তাপমাত্রা ও হার্ট রেট পরিমাপ করবে। এই ট্র্যাকার হিট স্ট্রোক বা ক্লান্তির আশঙ্কা হলে সতর্কবার্তা দেয়। তা ছাড়া অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে বিশ্রামকেন্দ্র, পানির বাষ্প ছিটানোর স্টেশন, ছায়াযুক্ত এলাকা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হচ্ছে।
হজযাত্রীদের জন্য এবার হেলথ আইডি কার্ড বহনও বাধ্যতামূলক করা হয়েছে এবং ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে জোর দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে তাঁরা জরুরি সহায়তা, দিকনির্দেশনা ও তথ্য পেতে পারবেন। ব্যক্তিগতভাবে পানি পান, ছাতা ব্যবহার, রোদে বেশি সময় না থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।
এবার প্রথমবারের মতো হজে ব্যবহৃত হচ্ছে ড্রোন, যা নজরদারি ও আগুন নিয়ন্ত্রণেও কাজে লাগবে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এ ছাড়া তীব্র গরমে অপেক্ষার সময় কমাতে নামাজের আজান ও জামাতের মধ্যবর্তী সময় সংক্ষিপ্ত করা হয়েছে।
২০২৪ সালের জুন মাসে ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছিল মক্কায়। ২০২৫ সালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এবারের হজ মৌসুমেও গরম থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি।
উল্লেখ্য, হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য জীবনে একবার পালন করা ফরজ। সৌদি সরকার এবার এটি আরও নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
এবারের হজ মৌসুমে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর আগেই সুরক্ষার ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। গত বছরের মতো ভয়াবহ প্রাণহানি ঠেকাতেই এই বাড়তি সতর্কতা। গত বছর তীব্র গরমে ১ হাজার ৩০০-এর বেশি হাজির মৃত্যু হয়েছিল। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন নিবন্ধনহীন এবং বয়সে প্রবীণ বা অসুস্থ।
হজ শুরুর প্রাক্কালে আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, চলতি বছর প্রায় ২০ লাখের বেশি মুসল্লির আগমন প্রত্যাশা করছে সৌদি আরব। বিপুলসংখ্যক মানুষের হজ ব্যবস্থাপনায় তাই প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়িয়েছে সরকার। এ ছাড়া নিবন্ধন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে ৫ হাজার মার্কিন ডলার (৬ লাখের বেশি টাকা) পর্যন্ত জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি নির্ধারণ করা হয়েছে। এমনকি যাঁরা সৌদি নাগরিক বা সেখানকার আবাসিক, তাঁরাও এবার অনুমতি ছাড়া হজ করতে পারবেন না।
মক্কায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ, তাঁদের হজের অনুমতি ছিল না। হজ আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজারের বেশি বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৪০০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, ‘২০২৪ সালে মৃত্যুবরণকারীদের ৮০ শতাংশই ছিলেন অনিবন্ধিত হজযাত্রী। এ বছর আমরা আন্তর্জাতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক হাজিকে পর্যবেক্ষণে রাখছি।’
সব হাজিকে এবার স্মার্ট হেলথ ট্র্যাকার পরতে দেওয়া হচ্ছে, যা শরীরের তাপমাত্রা ও হার্ট রেট পরিমাপ করবে। এই ট্র্যাকার হিট স্ট্রোক বা ক্লান্তির আশঙ্কা হলে সতর্কবার্তা দেয়। তা ছাড়া অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে বিশ্রামকেন্দ্র, পানির বাষ্প ছিটানোর স্টেশন, ছায়াযুক্ত এলাকা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হচ্ছে।
হজযাত্রীদের জন্য এবার হেলথ আইডি কার্ড বহনও বাধ্যতামূলক করা হয়েছে এবং ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে জোর দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে তাঁরা জরুরি সহায়তা, দিকনির্দেশনা ও তথ্য পেতে পারবেন। ব্যক্তিগতভাবে পানি পান, ছাতা ব্যবহার, রোদে বেশি সময় না থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।
এবার প্রথমবারের মতো হজে ব্যবহৃত হচ্ছে ড্রোন, যা নজরদারি ও আগুন নিয়ন্ত্রণেও কাজে লাগবে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এ ছাড়া তীব্র গরমে অপেক্ষার সময় কমাতে নামাজের আজান ও জামাতের মধ্যবর্তী সময় সংক্ষিপ্ত করা হয়েছে।
২০২৪ সালের জুন মাসে ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছিল মক্কায়। ২০২৫ সালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এবারের হজ মৌসুমেও গরম থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি।
উল্লেখ্য, হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য জীবনে একবার পালন করা ফরজ। সৌদি সরকার এবার এটি আরও নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে