অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার ভয়াবহতা বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে চলমান। কিন্তু কেউ কিছু বলছে না। প্রায় দুই বছর ধরে চলা এই হত্যাযজ্ঞে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি নিহত হচ্ছে— যাদের মধ্যে অর্ধেকই শিশু।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ গত বছরের অক্টোবরে গাজাকে আখ্যা দিয়েছিল ‘শিশুদের কবরস্থান’ হিসেবে। আজকের বাস্তবতা আরও নিষ্ঠুর—গাজার ধ্বংসস্তূপে জন্ম নিচ্ছে শিশু, আবার কোথাও ভূমিষ্ঠ হওয়ার আগে মরে যাচ্ছে মায়ের গর্ভেই।
গাজার শিশুরা শুধু এই যুদ্ধের ‘পার্শ্বপ্রতিক্রিয়ার’ শিকার নয়, তারা ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রের চোখে ভবিষ্যতের হুমকি। গাজার প্রজন্ম এমন একটি প্রজন্ম, যারা জন্ম থেকেই দখল, ক্ষুধা ও অবরোধের বাস্তবতায় লড়াই করে বড় হয়। ইসরায়েল এই ভবিষ্যৎকে ভয় পায়, তাই শিশুদের নিশানা বানানো তাদের রাষ্ট্রীয় কৌশল হয়ে দাঁড়িয়েছে।
মাত্র ১৭ বছর বয়সে ভাগনি মারিয়া ও ভাগনে তামিমের সঙ্গে নিহত হয় ইউসুফ আল-জাক। ইউসুফের জন্ম হয়েছিল ২০০৮ সালে একটি ইসরায়েলি কারাগারে। তার মা ফাতেমা আল-জাককে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় নিপীড়নের মধ্য দিয়ে তাঁকে গর্ভপাত করাতে চাপ দেওয়া হয়।
জন্মের পর ২০ মাস কারাগারে কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছিল ইউসুফ। কিন্তু তার জীবন ইসরায়েলের চোখে ছিল এক জীবন্ত চ্যালেঞ্জ। পরিবারের দাবি, তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়—কারণ, সে ইসরায়েলি দখলদারত্বের প্রতীকী এক পরাজয়ের নাম হয়ে উঠেছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নিধনযজ্ঞকে বাইবেলের আমালেক জাতিকে ধ্বংসের গল্প দিয়ে বৈধতা দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েল গাজাকে ধীরে ধীরে নিঃশেষ করার নীতি প্রয়োগ করছে। গাজায় একই সঙ্গে চলছে দ্রুত গণহত্যা ও ধীর গণহত্যার যুগপৎ প্রয়োগ—একদিকে বোমা ও ড্রোনে তাৎক্ষণিক হত্যা, অন্যদিকে ক্ষুধা, অবরোধ ও স্বাস্থ্যসেবা ধ্বংস করে শিশুদের ধীরে ধীরে নিঃশেষ করা। এদিকে স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়ায় রোগব্যাধি, অপুষ্টি ও দারিদ্র্য শিশুদের মৃত্যু আরও ত্বরান্বিত করছে। খাবার ও ওষুধের জন্য লাইনে দাঁড়িয়েও প্রাণ হারাচ্ছে শিশুরা।
গাজায় ইসরায়েলি উপনিবেশবাদের এই কৌশল কী নতুন? না, এই কৌশল নতুন নয়। এটি অনেক পুরোনো কৌশল এবং খুবই সুপরিকল্পিত। একটি জাতির ভবিষ্যৎ নিশ্চিহ্ন করতে যা যা করা দরকার, সবই এই কৌশলের অংশ। সামাজিক কাঠামো ধ্বংস করে প্রজন্মকে নিস্তেজ করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। এর আগে একইভাবে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ১৫ লাখ লোককে বন্দিশিবিরে পাঠিয়েছিল। আলজেরিয়ায় ফরাসিরা গ্রামবাসীদের ‘ক্যাম্প ডে রিগ্রুপমেন্টে’ বন্দী করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল।
গাজার শিশুরা বিশ্বের অন্যতম শিক্ষিত সমাজে বেড়ে ওঠে, এমনকি অবরোধের মধ্যেও। একটি শিশু, যার হাতে বই, স্বপ্ন কিংবা স্মৃতি রয়েছে—সেটিই হয়ে ওঠে দখলদার শক্তির কাছে সবচেয়ে বড় হুমকি। এই হুমকিকে নিঃশেষ করতেই ইসরায়েলের চোখে শিশুদের হত্যা কৌশলগত প্রয়োজন। ভবিষ্যতের মুক্তির আশা নিভিয়ে দেওয়ার নির্লজ্জ প্রয়াস।
গত ২১ মাসে গাজায় নিহত শিশুর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। গড়ে প্রতি ৪৫ মিনিটে একটি শিশু, অর্থাৎ গাজায় প্রতিদিন হত্যা করা হচ্ছে প্রায় ৩০টি শিশুকে। খেয়াল করুন, আপনাদের দেশে একটি স্কুলের শ্রেণিকক্ষে হয়তো গড়ে ৩০ জন করে শিক্ষার্থী। আর গাজায় প্রতিদিন গড়ে মারাই যাচ্ছে ঠিক ওই পরিমাণ শিশু!
এই বাস্তবতা দেখে প্রশ্ন তোলা জরুরি—কেন শিশুদের নিশানা? কারণ, গাজায় একটি শিশুর জীবন মানে শুধুই জীবন নয়—এটি ভবিষ্যৎ, এটি প্রতিরোধ, এটি মুক্তির সম্ভাবনা। তাই হয়তো আজ তাদের নিঃশেষ করাই ইসরায়েলের মূল লক্ষ্য।
[লেখক: ফিলিস্তিনি সাংবাদিক লিনা আলসাফিন। মিডল ইস্ট আই থেকে সংক্ষেপে অনূদিত]
গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার ভয়াবহতা বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে চলমান। কিন্তু কেউ কিছু বলছে না। প্রায় দুই বছর ধরে চলা এই হত্যাযজ্ঞে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি নিহত হচ্ছে— যাদের মধ্যে অর্ধেকই শিশু।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ গত বছরের অক্টোবরে গাজাকে আখ্যা দিয়েছিল ‘শিশুদের কবরস্থান’ হিসেবে। আজকের বাস্তবতা আরও নিষ্ঠুর—গাজার ধ্বংসস্তূপে জন্ম নিচ্ছে শিশু, আবার কোথাও ভূমিষ্ঠ হওয়ার আগে মরে যাচ্ছে মায়ের গর্ভেই।
গাজার শিশুরা শুধু এই যুদ্ধের ‘পার্শ্বপ্রতিক্রিয়ার’ শিকার নয়, তারা ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রের চোখে ভবিষ্যতের হুমকি। গাজার প্রজন্ম এমন একটি প্রজন্ম, যারা জন্ম থেকেই দখল, ক্ষুধা ও অবরোধের বাস্তবতায় লড়াই করে বড় হয়। ইসরায়েল এই ভবিষ্যৎকে ভয় পায়, তাই শিশুদের নিশানা বানানো তাদের রাষ্ট্রীয় কৌশল হয়ে দাঁড়িয়েছে।
মাত্র ১৭ বছর বয়সে ভাগনি মারিয়া ও ভাগনে তামিমের সঙ্গে নিহত হয় ইউসুফ আল-জাক। ইউসুফের জন্ম হয়েছিল ২০০৮ সালে একটি ইসরায়েলি কারাগারে। তার মা ফাতেমা আল-জাককে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় নিপীড়নের মধ্য দিয়ে তাঁকে গর্ভপাত করাতে চাপ দেওয়া হয়।
জন্মের পর ২০ মাস কারাগারে কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছিল ইউসুফ। কিন্তু তার জীবন ইসরায়েলের চোখে ছিল এক জীবন্ত চ্যালেঞ্জ। পরিবারের দাবি, তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়—কারণ, সে ইসরায়েলি দখলদারত্বের প্রতীকী এক পরাজয়ের নাম হয়ে উঠেছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নিধনযজ্ঞকে বাইবেলের আমালেক জাতিকে ধ্বংসের গল্প দিয়ে বৈধতা দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েল গাজাকে ধীরে ধীরে নিঃশেষ করার নীতি প্রয়োগ করছে। গাজায় একই সঙ্গে চলছে দ্রুত গণহত্যা ও ধীর গণহত্যার যুগপৎ প্রয়োগ—একদিকে বোমা ও ড্রোনে তাৎক্ষণিক হত্যা, অন্যদিকে ক্ষুধা, অবরোধ ও স্বাস্থ্যসেবা ধ্বংস করে শিশুদের ধীরে ধীরে নিঃশেষ করা। এদিকে স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়ায় রোগব্যাধি, অপুষ্টি ও দারিদ্র্য শিশুদের মৃত্যু আরও ত্বরান্বিত করছে। খাবার ও ওষুধের জন্য লাইনে দাঁড়িয়েও প্রাণ হারাচ্ছে শিশুরা।
গাজায় ইসরায়েলি উপনিবেশবাদের এই কৌশল কী নতুন? না, এই কৌশল নতুন নয়। এটি অনেক পুরোনো কৌশল এবং খুবই সুপরিকল্পিত। একটি জাতির ভবিষ্যৎ নিশ্চিহ্ন করতে যা যা করা দরকার, সবই এই কৌশলের অংশ। সামাজিক কাঠামো ধ্বংস করে প্রজন্মকে নিস্তেজ করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। এর আগে একইভাবে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ১৫ লাখ লোককে বন্দিশিবিরে পাঠিয়েছিল। আলজেরিয়ায় ফরাসিরা গ্রামবাসীদের ‘ক্যাম্প ডে রিগ্রুপমেন্টে’ বন্দী করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল।
গাজার শিশুরা বিশ্বের অন্যতম শিক্ষিত সমাজে বেড়ে ওঠে, এমনকি অবরোধের মধ্যেও। একটি শিশু, যার হাতে বই, স্বপ্ন কিংবা স্মৃতি রয়েছে—সেটিই হয়ে ওঠে দখলদার শক্তির কাছে সবচেয়ে বড় হুমকি। এই হুমকিকে নিঃশেষ করতেই ইসরায়েলের চোখে শিশুদের হত্যা কৌশলগত প্রয়োজন। ভবিষ্যতের মুক্তির আশা নিভিয়ে দেওয়ার নির্লজ্জ প্রয়াস।
গত ২১ মাসে গাজায় নিহত শিশুর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। গড়ে প্রতি ৪৫ মিনিটে একটি শিশু, অর্থাৎ গাজায় প্রতিদিন হত্যা করা হচ্ছে প্রায় ৩০টি শিশুকে। খেয়াল করুন, আপনাদের দেশে একটি স্কুলের শ্রেণিকক্ষে হয়তো গড়ে ৩০ জন করে শিক্ষার্থী। আর গাজায় প্রতিদিন গড়ে মারাই যাচ্ছে ঠিক ওই পরিমাণ শিশু!
এই বাস্তবতা দেখে প্রশ্ন তোলা জরুরি—কেন শিশুদের নিশানা? কারণ, গাজায় একটি শিশুর জীবন মানে শুধুই জীবন নয়—এটি ভবিষ্যৎ, এটি প্রতিরোধ, এটি মুক্তির সম্ভাবনা। তাই হয়তো আজ তাদের নিঃশেষ করাই ইসরায়েলের মূল লক্ষ্য।
[লেখক: ফিলিস্তিনি সাংবাদিক লিনা আলসাফিন। মিডল ইস্ট আই থেকে সংক্ষেপে অনূদিত]
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে