৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬,৪২২ ফিলিস্তিনি নিহত এবং ৬৫,০৮৭ জন আহত হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২৯০ জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাঁদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সতর্ক করে বলেছে যে, খান ইউনিসের অবরুদ্ধ আল-আমাল হাসপাতালে চিকিৎসা দলগুলো অক্সিজেনের ঘাটতির কারণে অস্ত্রোপচার করতে পারছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ গাজায় স্থল অভিযানের সঙ্গে সঙ্গে হাসপাতালেও আক্রমণ জোরদার করেছে।
এদিকে, ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে সংস্থাটি।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সংস্থাটিতে অর্থায়ন স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও স্কটল্যান্ড।
গাজায় গণহত্যা থামানোর জন্য ব্যবস্থা নিতে ইসরায়েলকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু এখন পর্যন্ত এই নির্দেশে কর্ণপাত করেনি ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।
স্থানীয় সময় গতকাল শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ২০ হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসেন। যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন তাঁরা। রয়টার্স জানিয়েছে, একই ধরনের বিক্ষোভ হয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটায়।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬,৪২২ ফিলিস্তিনি নিহত এবং ৬৫,০৮৭ জন আহত হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২৯০ জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাঁদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সতর্ক করে বলেছে যে, খান ইউনিসের অবরুদ্ধ আল-আমাল হাসপাতালে চিকিৎসা দলগুলো অক্সিজেনের ঘাটতির কারণে অস্ত্রোপচার করতে পারছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ গাজায় স্থল অভিযানের সঙ্গে সঙ্গে হাসপাতালেও আক্রমণ জোরদার করেছে।
এদিকে, ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে সংস্থাটি।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সংস্থাটিতে অর্থায়ন স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও স্কটল্যান্ড।
গাজায় গণহত্যা থামানোর জন্য ব্যবস্থা নিতে ইসরায়েলকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু এখন পর্যন্ত এই নির্দেশে কর্ণপাত করেনি ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।
স্থানীয় সময় গতকাল শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ২০ হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসেন। যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন তাঁরা। রয়টার্স জানিয়েছে, একই ধরনের বিক্ষোভ হয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটায়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫