ইসরায়েল-হামাস যুদ্ধ শেষে গাজায় ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনা নাকচ করে দিয়েছে তুরস্ক। আজ বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, গাজায় ‘বাফার জোন’ তৈরি ফিলিস্তিনিদের জন্য অসম্মানজনক।
গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি আরব দেশ ও তুরস্ককে বাফার জোন তৈরির পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ভাষ্যমতে, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই বাফার জোন ভবিষ্যতে হামাস ও অন্য সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে।
দোহার ফ্লাইটে থাকাকালীন এরদোয়ান সাংবাদিকদের বলেন, গাজার শাসন ও যুদ্ধের পর নিজেদের ভবিষ্যৎ শুধু ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে।
এরদোয়ানের কার্যালয় তাঁকে উদ্ধৃত করে বলে, ‘আমি এ পরিকল্পনা নিয়ে বিতর্ক করাকেও আমার ফিলিস্তিনি ভাইবোনদের জন্য অসম্মানজনক বলে মনে করি। আমাদের কাছে এটি এমন কোনো পরিকল্পনা নয় যা নিয়ে বিতর্ক, বিবেচনা বা আলোচনা করা যেতে পারে।’
ইসরায়েলকে দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে দেওয়ার এবং ওই অঞ্চলগুলোতে বসতি স্থাপন বন্ধ করার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনের বাড়ি ও জমিগুলো থেকে সন্ত্রাসীদের সরিয়ে ফেলতে হবে—যাদের তারা বসতি স্থাপনকারী হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে। তাদের ভাবতে হবে, কীভাবে ফিলিস্তিনিদের সঙ্গে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা যায়।’
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। ইসরায়েল-ফিলিস্তিন সংকট মোকাবিলায় তুরস্ক মূলত দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করে এবং দেশটি বেশ কয়েকজন হামাস নেতাদেরও আশ্রয় দিয়েছে।
এরদোয়ান বলেন, ‘ইসরায়েল পশ্চিমাদের “অবাধ্য সন্তানে” পরিণত হয়েছে।’ মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থনকে দায়ী করেন তিনি।
ইসরায়েলি কর্তৃপক্ষ অন্য দেশে হামাস সদস্যদের খুঁজে বের করতে চায়—এমন সংবাদ সম্পর্কে এরদোয়ানের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘তুরস্কে এমন কোনো অভিযান চালানো হলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে।’
তিনি বলেন, ‘যদি তারা এ ধরনের কোনো ভুল করে, তবে তাদের জানা উচিত যে এর জন্য খুব উচ্চমূল্য দিতে হবে।’
তুরস্ক ও কাতার গাজা পুনর্গঠন করতে চায় বলে জানিয়েছেন এরদোয়ান। শান্তি সম্মেলন আয়োজন করতে প্রস্তুত তুরস্ক।
ইসরায়েল-হামাস যুদ্ধ শেষে গাজায় ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনা নাকচ করে দিয়েছে তুরস্ক। আজ বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, গাজায় ‘বাফার জোন’ তৈরি ফিলিস্তিনিদের জন্য অসম্মানজনক।
গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি আরব দেশ ও তুরস্ককে বাফার জোন তৈরির পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ভাষ্যমতে, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই বাফার জোন ভবিষ্যতে হামাস ও অন্য সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে।
দোহার ফ্লাইটে থাকাকালীন এরদোয়ান সাংবাদিকদের বলেন, গাজার শাসন ও যুদ্ধের পর নিজেদের ভবিষ্যৎ শুধু ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে।
এরদোয়ানের কার্যালয় তাঁকে উদ্ধৃত করে বলে, ‘আমি এ পরিকল্পনা নিয়ে বিতর্ক করাকেও আমার ফিলিস্তিনি ভাইবোনদের জন্য অসম্মানজনক বলে মনে করি। আমাদের কাছে এটি এমন কোনো পরিকল্পনা নয় যা নিয়ে বিতর্ক, বিবেচনা বা আলোচনা করা যেতে পারে।’
ইসরায়েলকে দখলকৃত অঞ্চলগুলো ফিরিয়ে দেওয়ার এবং ওই অঞ্চলগুলোতে বসতি স্থাপন বন্ধ করার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনের বাড়ি ও জমিগুলো থেকে সন্ত্রাসীদের সরিয়ে ফেলতে হবে—যাদের তারা বসতি স্থাপনকারী হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে। তাদের ভাবতে হবে, কীভাবে ফিলিস্তিনিদের সঙ্গে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা যায়।’
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। ইসরায়েল-ফিলিস্তিন সংকট মোকাবিলায় তুরস্ক মূলত দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করে এবং দেশটি বেশ কয়েকজন হামাস নেতাদেরও আশ্রয় দিয়েছে।
এরদোয়ান বলেন, ‘ইসরায়েল পশ্চিমাদের “অবাধ্য সন্তানে” পরিণত হয়েছে।’ মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থনকে দায়ী করেন তিনি।
ইসরায়েলি কর্তৃপক্ষ অন্য দেশে হামাস সদস্যদের খুঁজে বের করতে চায়—এমন সংবাদ সম্পর্কে এরদোয়ানের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘তুরস্কে এমন কোনো অভিযান চালানো হলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে।’
তিনি বলেন, ‘যদি তারা এ ধরনের কোনো ভুল করে, তবে তাদের জানা উচিত যে এর জন্য খুব উচ্চমূল্য দিতে হবে।’
তুরস্ক ও কাতার গাজা পুনর্গঠন করতে চায় বলে জানিয়েছেন এরদোয়ান। শান্তি সম্মেলন আয়োজন করতে প্রস্তুত তুরস্ক।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫