আইনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব। এতে অংশ নিয়েছে কয়েক লাখ মানুষ। কেউ কেউ বলছে, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ এটি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১০ সপ্তাহ ধরে ইসরায়েলজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। হাইফা শহরে রেকর্ডসংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নেন। আর তেল আবিবে বিক্ষোভে জড়ো হন ২ লাখের বেশি মানুষ।
নতুন আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন সমালোচকেরা। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন জনগণের জন্য কল্যাণের।
ইসরায়েলের নতুন সরকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতার বিষয়ে প্রস্তাব এনেছে। একই সঙ্গে বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। এরই জেরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। বিরোধীদের দাবি, আইনি সংস্কারের প্রস্তাব পাস হলে সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে।
আয়োজকেরা জানিয়েছেন, শনিবার বিক্ষোভে প্রায় ৫ লাখ গণতন্ত্রপন্থী মানুষ অংশ নিয়েছিল। এই প্রতিবাদ সমাবেশকে ‘ইসরায়েলের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ’ বলে অভিহিত করেছে সেখানকার গণমাধ্যম হারেৎজ।
বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দক্ষিণাঞ্চলীয় শহর বি’র শেভাতে বলেন, ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের ঢেউ আমাদের আঘাত করছে, বিপর্যস্ত হচ্ছে আমাদের অর্থনীতি, বিদেশে অর্থ পাচার হচ্ছে।’
ইরান ও সৌদির চুক্তি স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গতকাল সৌদি আরবের সঙ্গে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান। অথচ এই সরকারের একমাত্র ভাবনা ইসরায়েলি গণতন্ত্রকে ধ্বংস করা।’
তেল আবিবে বিক্ষোভে অংশ নেওয়াদের দাবি, এটি কেবল আইন সংস্কার নয়, বরং ইসরায়েলকে সম্পূর্ণ একনায়কত্বের দিকে নিয়ে যাচ্ছে এমন পদক্ষেপ। পরবর্তী প্রজন্মের জন্য ইসরায়েলে গণতন্ত্র বজায় রাখুক, এটাই চাওয়া বলে জানান অনেকে।
আইনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব। এতে অংশ নিয়েছে কয়েক লাখ মানুষ। কেউ কেউ বলছে, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ এটি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১০ সপ্তাহ ধরে ইসরায়েলজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। হাইফা শহরে রেকর্ডসংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নেন। আর তেল আবিবে বিক্ষোভে জড়ো হন ২ লাখের বেশি মানুষ।
নতুন আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন সমালোচকেরা। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন জনগণের জন্য কল্যাণের।
ইসরায়েলের নতুন সরকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতার বিষয়ে প্রস্তাব এনেছে। একই সঙ্গে বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। এরই জেরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। বিরোধীদের দাবি, আইনি সংস্কারের প্রস্তাব পাস হলে সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে।
আয়োজকেরা জানিয়েছেন, শনিবার বিক্ষোভে প্রায় ৫ লাখ গণতন্ত্রপন্থী মানুষ অংশ নিয়েছিল। এই প্রতিবাদ সমাবেশকে ‘ইসরায়েলের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ’ বলে অভিহিত করেছে সেখানকার গণমাধ্যম হারেৎজ।
বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দক্ষিণাঞ্চলীয় শহর বি’র শেভাতে বলেন, ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের ঢেউ আমাদের আঘাত করছে, বিপর্যস্ত হচ্ছে আমাদের অর্থনীতি, বিদেশে অর্থ পাচার হচ্ছে।’
ইরান ও সৌদির চুক্তি স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গতকাল সৌদি আরবের সঙ্গে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান। অথচ এই সরকারের একমাত্র ভাবনা ইসরায়েলি গণতন্ত্রকে ধ্বংস করা।’
তেল আবিবে বিক্ষোভে অংশ নেওয়াদের দাবি, এটি কেবল আইন সংস্কার নয়, বরং ইসরায়েলকে সম্পূর্ণ একনায়কত্বের দিকে নিয়ে যাচ্ছে এমন পদক্ষেপ। পরবর্তী প্রজন্মের জন্য ইসরায়েলে গণতন্ত্র বজায় রাখুক, এটাই চাওয়া বলে জানান অনেকে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫