আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে দুবাই। আজ রোববার দেওয়া এই ঘোষণায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’
সংযুক্ত আরব আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে যে, সম্পূর্ণরূপে চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন এবং এটি হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।
দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটসের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুমের মতে, প্রকল্পের প্রথম পর্যায়টি ১০ বছরের মধ্যে তৈরি হবে। এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে প্রায় ১৫ কোটি।
উপসাগরীয় অঞ্চলটির আর্থিক কেন্দ্র দুবাই হলেও শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।
আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছে দুবাই। আজ রোববার দেওয়া এই ঘোষণায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের শাসক বলেছেন যে, প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম টার্মিনাল।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘আমরা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনালের নকশা অনুমোদন করেছি এবং ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয়ে স্থাপনাটির নির্মাণ শুরু করছি।’
সংযুক্ত আরব আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে যে, সম্পূর্ণরূপে চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ২৬ কোটি।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন এবং এটি হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ।
দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটসের প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুমের মতে, প্রকল্পের প্রথম পর্যায়টি ১০ বছরের মধ্যে তৈরি হবে। এর বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে প্রায় ১৫ কোটি।
উপসাগরীয় অঞ্চলটির আর্থিক কেন্দ্র দুবাই হলেও শহরটির উপকণ্ঠে নির্মিত আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। এবার কর্তৃপক্ষ চায়, বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রতিস্থাপন করুক।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক ধারণক্ষমতা প্রায় ১২ কোটি। বিমানবন্দরটি শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর সম্প্রসারণ করা কঠিন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে