ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তিনি থাকতেন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আতমে শহর।
বার্তা সংস্থা এএফপি আবু ইব্রাহিমের বাড়ির কিছু ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় একটি সাধারণ ঘরে থাকতেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান। সেখানে কয়েকটি ম্যাট্রেস, কম্বল, জামাকাপড় ও খেলনা ছিল।
মার্কিন অভিযানের পর বাড়িটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটির ছাদের কিছু অংশও ধসে পড়েছে। একট কক্ষের দেয়াল ও ফ্লোরে রক্ত দেখা গেছে।
সেনা অভিযানের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে ও পরিবারকে বোম মেরে উড়িয়ে দেন আইএসের প্রধান।
আবু ইব্রাহিম যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির মালিক মোহামেদ আল শেখ। তিনি জানতেন আবু ইব্রাহিম একজন ট্যাক্সিচালক। প্রায় এক বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি।
আইএসের প্রধান নিচতলায় তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। আর তাঁর বোন ও কন্যারা থাকতেন দ্বিতীয় তলায়।
বাড়ির মালিক মোহামেদ আল শেখ বলেন, ‘লোকটি ১১ মাস ধরে এই বাড়িতে বসবাস করছিল। আমি তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ করিনি।’
বাড়ির সামনে থেকে জলপাই তোলার সময় আবু ইব্রাহিমের সঙ্গে শেষ দেখা হয়েছিল মোহামেদের। সেদিন তাঁরা একসঙ্গে কফিও খেয়েছিলেন।
মোহামেদ বলেন, তাঁকে দেখে মনে হতো ভদ্র এবং প্রফুল্ল ব্যক্তি। সব সময় তিনি একই পোশাক পরতেন।
এদিকে মার্কিন অভিযানে বাড়ির ক্ষতি হওয়ায় আবু ইব্রাহিমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেদ। তিনি বলেন, ‘আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি ভাড়া দিতাম না।’
ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তিনি থাকতেন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আতমে শহর।
বার্তা সংস্থা এএফপি আবু ইব্রাহিমের বাড়ির কিছু ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় একটি সাধারণ ঘরে থাকতেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান। সেখানে কয়েকটি ম্যাট্রেস, কম্বল, জামাকাপড় ও খেলনা ছিল।
মার্কিন অভিযানের পর বাড়িটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটির ছাদের কিছু অংশও ধসে পড়েছে। একট কক্ষের দেয়াল ও ফ্লোরে রক্ত দেখা গেছে।
সেনা অভিযানের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে ও পরিবারকে বোম মেরে উড়িয়ে দেন আইএসের প্রধান।
আবু ইব্রাহিম যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির মালিক মোহামেদ আল শেখ। তিনি জানতেন আবু ইব্রাহিম একজন ট্যাক্সিচালক। প্রায় এক বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি।
আইএসের প্রধান নিচতলায় তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। আর তাঁর বোন ও কন্যারা থাকতেন দ্বিতীয় তলায়।
বাড়ির মালিক মোহামেদ আল শেখ বলেন, ‘লোকটি ১১ মাস ধরে এই বাড়িতে বসবাস করছিল। আমি তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ করিনি।’
বাড়ির সামনে থেকে জলপাই তোলার সময় আবু ইব্রাহিমের সঙ্গে শেষ দেখা হয়েছিল মোহামেদের। সেদিন তাঁরা একসঙ্গে কফিও খেয়েছিলেন।
মোহামেদ বলেন, তাঁকে দেখে মনে হতো ভদ্র এবং প্রফুল্ল ব্যক্তি। সব সময় তিনি একই পোশাক পরতেন।
এদিকে মার্কিন অভিযানে বাড়ির ক্ষতি হওয়ায় আবু ইব্রাহিমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেদ। তিনি বলেন, ‘আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি ভাড়া দিতাম না।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে