প্রায় দুই সপ্তাহের টানাপড়েনের মুখে গাজায় ত্রাণ সহায়তার প্রবাহ বাড়াতে জাতিসংঘের প্রস্তাবে উল্লেখযোগ্য সংশোধনী আনার পর তাতে সমর্থনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার ভোট হবে বলে বিবিসি জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আনা খসড়া প্রস্তাবটি ‘গাজায় মানবিক সহায়তার প্রবেশের গতিধীর’ করবে বলে উদ্বেগ দেখিয়ে তাতে আপত্তি জানায় ওয়াশিংটন। তা ছাড়া ‘জরুরি ভিত্তিতে টেকসই যুদ্ধবিরতি’র প্রস্তাবও সমর্থন করেনি যুক্তরাষ্ট্র। বিষয়গুলো নিয়ে দুই সপ্তাহজুড়ে খসড়া প্রস্তাবে কাটাছেঁড়া করা হয়।
এরপর ‘টেকসই যুদ্ধবিরতি’ প্রস্তাব সংশোধন করায় গতকাল বৃহস্পতিবার রাতে খসড়া প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত মিলল। এরপরও খসড়া প্রস্তাবকে ‘অত্যন্ত জোরালো’ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।
তবু প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র ভোট দেবে না ভেটো না দিয়ে ভোটদানে বিরত থাকবে তা তিনি স্পষ্ট করেননি। মার্কিন রাষ্ট্রদূত শুধু বলেন, ‘প্রস্তাবটি আমরা সমর্থন করতে পারি।’
লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘এই প্রস্তাব নিয়ে ভোটের জন্য আমরা প্রস্তুত। এই প্রস্তাব প্রয়োজনীয় ক্ষেত্রে মানবিক সহায়তা বাড়াবে। মানবিক সহায়তা তৎপরতা বাড়ানোর একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠায় মিসরের অগ্রাধিকারকে সমর্থন দেবে এ প্রস্তাব। এ ক্ষেত্রে এগিয়ে যেতে আমরা প্রস্তুত।’
নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা, বিশেষ করে রাশিয়া এই সংশোধনীগুলো মেনে নেবে কি না, তা স্পষ্ট নয়। নিজ নিজ সরকারের সঙ্গে জাতিসংঘের মিশনগুলোকে পরামর্শ করার সুযোগ দিতে আজ পর্যন্ত ভোট স্থগিত করা হয়।
খসড়া প্রস্তাবের ভাষা এবং বিষয়বস্তু নিয়ে পুরো সপ্তাহজুড়েই চলেছে আলোচনা। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির লক্ষ্যে প্রস্তাব আনতে চেয়েও তা থেকে সরে গিয়েছে নিরাপত্তা পরিষদ। মূল খসড়া প্রস্তাবে থাকা মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সহিংসতা স্থগিতের আহ্বান শেষ পর্যন্ত অপসারণ করা হয়েছে।
এর বদলে প্রস্তাবে ‘অবিলম্বে নিরাপদ এবং বাধাহীন উপায়ে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য জরুরি পদক্ষেপের আবেদন’ যুক্ত করা হয়েছে। সে সঙ্গে, সহিংসতা বন্ধের জন্য টেকসই শর্তাবলি তৈরির জন্যও আহ্বান জানান হয়েছে।
প্রাথমিক খসড়ায় গাজায় ত্রাণ সরবরাহ তদারকিতে জাতিসংঘ নিয়ন্ত্রিত ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। কিন্তু এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসরায়েলের আধিপত্য খর্ব হতে পারে বলে তা অনুমোদন করেনি যুক্তরাষ্ট্র। এখন গাজায় ত্রাণসামগ্রী এবং জ্বালানি সরবরাহ ও বণ্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।
প্রায় দুই সপ্তাহের টানাপড়েনের মুখে গাজায় ত্রাণ সহায়তার প্রবাহ বাড়াতে জাতিসংঘের প্রস্তাবে উল্লেখযোগ্য সংশোধনী আনার পর তাতে সমর্থনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার ভোট হবে বলে বিবিসি জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আনা খসড়া প্রস্তাবটি ‘গাজায় মানবিক সহায়তার প্রবেশের গতিধীর’ করবে বলে উদ্বেগ দেখিয়ে তাতে আপত্তি জানায় ওয়াশিংটন। তা ছাড়া ‘জরুরি ভিত্তিতে টেকসই যুদ্ধবিরতি’র প্রস্তাবও সমর্থন করেনি যুক্তরাষ্ট্র। বিষয়গুলো নিয়ে দুই সপ্তাহজুড়ে খসড়া প্রস্তাবে কাটাছেঁড়া করা হয়।
এরপর ‘টেকসই যুদ্ধবিরতি’ প্রস্তাব সংশোধন করায় গতকাল বৃহস্পতিবার রাতে খসড়া প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত মিলল। এরপরও খসড়া প্রস্তাবকে ‘অত্যন্ত জোরালো’ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।
তবু প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র ভোট দেবে না ভেটো না দিয়ে ভোটদানে বিরত থাকবে তা তিনি স্পষ্ট করেননি। মার্কিন রাষ্ট্রদূত শুধু বলেন, ‘প্রস্তাবটি আমরা সমর্থন করতে পারি।’
লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘এই প্রস্তাব নিয়ে ভোটের জন্য আমরা প্রস্তুত। এই প্রস্তাব প্রয়োজনীয় ক্ষেত্রে মানবিক সহায়তা বাড়াবে। মানবিক সহায়তা তৎপরতা বাড়ানোর একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠায় মিসরের অগ্রাধিকারকে সমর্থন দেবে এ প্রস্তাব। এ ক্ষেত্রে এগিয়ে যেতে আমরা প্রস্তুত।’
নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা, বিশেষ করে রাশিয়া এই সংশোধনীগুলো মেনে নেবে কি না, তা স্পষ্ট নয়। নিজ নিজ সরকারের সঙ্গে জাতিসংঘের মিশনগুলোকে পরামর্শ করার সুযোগ দিতে আজ পর্যন্ত ভোট স্থগিত করা হয়।
খসড়া প্রস্তাবের ভাষা এবং বিষয়বস্তু নিয়ে পুরো সপ্তাহজুড়েই চলেছে আলোচনা। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির লক্ষ্যে প্রস্তাব আনতে চেয়েও তা থেকে সরে গিয়েছে নিরাপত্তা পরিষদ। মূল খসড়া প্রস্তাবে থাকা মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সহিংসতা স্থগিতের আহ্বান শেষ পর্যন্ত অপসারণ করা হয়েছে।
এর বদলে প্রস্তাবে ‘অবিলম্বে নিরাপদ এবং বাধাহীন উপায়ে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য জরুরি পদক্ষেপের আবেদন’ যুক্ত করা হয়েছে। সে সঙ্গে, সহিংসতা বন্ধের জন্য টেকসই শর্তাবলি তৈরির জন্যও আহ্বান জানান হয়েছে।
প্রাথমিক খসড়ায় গাজায় ত্রাণ সরবরাহ তদারকিতে জাতিসংঘ নিয়ন্ত্রিত ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। কিন্তু এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসরায়েলের আধিপত্য খর্ব হতে পারে বলে তা অনুমোদন করেনি যুক্তরাষ্ট্র। এখন গাজায় ত্রাণসামগ্রী এবং জ্বালানি সরবরাহ ও বণ্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫