সৌদি আরবে বিবাহবিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকসের নারীবিষয়ক প্রতিবেদনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের বিবাহবিচ্ছেদ হয়েছে সবচেয়ে বেশি। এর সংখ্যা ৫৪ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। তাঁদের সংখ্যা ৫৩ হাজার। বাকিরা অন্য বয়সসীমার নারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই বছর ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী বিধবা হয়েছেন।
কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি।
এই পরিসংখানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। দেশটিতে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। ২০১৯ সালের ৭ হাজার ৯৯৭ জন নারী উদ্যোক্তা থেকে বেড়ে ২০২১ সালে ৯ লাখ ৬১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে, যা রীতিমতো বিস্ময়কর।
২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্বের হার ১৫ দশমিক ৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।
শেয়ারবাজারও সৌদি নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০২১ সালে ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৯৯৫ জন নারী শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন। যা ২০১৯-২০ সাল থেকে অনেক বেশি।
শারীরিক সুস্বাস্থ্যও সৌদি নারীদের মধ্য অগ্রাধিকার পেয়েছে। ২০২১ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ৩৮ দশমিক ৭ শতাংশ নারী শারীরিক ব্যায়ামে অংশ নিয়েছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনটিতে।
সৌদি আরবে বিবাহবিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকসের নারীবিষয়ক প্রতিবেদনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের বিবাহবিচ্ছেদ হয়েছে সবচেয়ে বেশি। এর সংখ্যা ৫৪ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। তাঁদের সংখ্যা ৫৩ হাজার। বাকিরা অন্য বয়সসীমার নারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই বছর ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী বিধবা হয়েছেন।
কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি।
এই পরিসংখানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। দেশটিতে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। ২০১৯ সালের ৭ হাজার ৯৯৭ জন নারী উদ্যোক্তা থেকে বেড়ে ২০২১ সালে ৯ লাখ ৬১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে, যা রীতিমতো বিস্ময়কর।
২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্বের হার ১৫ দশমিক ৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।
শেয়ারবাজারও সৌদি নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০২১ সালে ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৯৯৫ জন নারী শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন। যা ২০১৯-২০ সাল থেকে অনেক বেশি।
শারীরিক সুস্বাস্থ্যও সৌদি নারীদের মধ্য অগ্রাধিকার পেয়েছে। ২০২১ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ৩৮ দশমিক ৭ শতাংশ নারী শারীরিক ব্যায়ামে অংশ নিয়েছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনটিতে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫