ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন তা ভুল। জার্মান মালিকানাধীন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে।
বাইডেন আরও বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন, ‘আমি ঠিক জানি না, প্রেসিডেন্ট আসলে কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি বলতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি এবং তা ইসরায়েলের স্বার্থকে আঘাত করছে—তাহলে তিনি উভয় ক্ষেত্রেই ভুল।’
এ সময় নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তাঁর সরকার যে নীতিমালা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করছে তা তাঁর ব্যক্তিগত নীতি নয়। তিনি বলেন, ‘এগুলো আমার ব্যক্তিগত নীতি নয়, এগুলো সিংহভাগ ইসরায়েলিদের সমর্থিত নীতি।’
পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় নিহত ৩১ হাজার ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সদস্যই ১৩ হাজার। এ সময় তিনি হামাস সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি এমন এক সময়ে এল, যখন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের ৭২ শতাংশেরও বেশি শিশু ও নারী।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১০০ জনে। এই সময়ে আহত হয়েছে ৭২ হাজার ৬০০ জনেরও বেশি। তার আগে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং গোষ্ঠীটি ২৫৩ জনকে জিম্মি করে আনে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন তা ভুল। জার্মান মালিকানাধীন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেছিলেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে।
বাইডেন আরও বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেছেন, ‘আমি ঠিক জানি না, প্রেসিডেন্ট আসলে কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি বলতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি এবং তা ইসরায়েলের স্বার্থকে আঘাত করছে—তাহলে তিনি উভয় ক্ষেত্রেই ভুল।’
এ সময় নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তাঁর সরকার যে নীতিমালা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করছে তা তাঁর ব্যক্তিগত নীতি নয়। তিনি বলেন, ‘এগুলো আমার ব্যক্তিগত নীতি নয়, এগুলো সিংহভাগ ইসরায়েলিদের সমর্থিত নীতি।’
পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় নিহত ৩১ হাজার ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সদস্যই ১৩ হাজার। এ সময় তিনি হামাস সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি এমন এক সময়ে এল, যখন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ইসরায়েলি হামলায় নিহতদের ৭২ শতাংশেরও বেশি শিশু ও নারী।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১০০ জনে। এই সময়ে আহত হয়েছে ৭২ হাজার ৬০০ জনেরও বেশি। তার আগে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং গোষ্ঠীটি ২৫৩ জনকে জিম্মি করে আনে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫