অনলাইন ডেস্ক
ইরান আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা নীতিমালা মানছে না বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আজ বৃহস্পতিবার সংস্থাটির গভর্নর বোর্ডের বৈঠকে এই অভিযোগ তোলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ সদস্যবিশিষ্ট গভর্নর বোর্ডের এক প্রস্তাবে এই অভিযোগ আনা হয়। ১৯ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় বুরকিনা ফাসো এবং দুই পরাশক্তি রাশিয়া ও চীন। ভোট দেওয়া থেকে বিরত ছিল ১১টি দেশ।
আইএইএর প্রস্তাবে বলা হয়, ২০১৯ সাল থেকে একাধিক অঘোষিত স্থানে পারমাণবিক পদার্থ ও কার্যকলাপ বিষয়ে সময়মতো ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে ইরান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংস্থাটি বলছে, এসব ব্যর্থতা ইরানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের পরমাণু শক্তি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা হবে ‘নিরাপদ স্থানে’। পরমাণু ইস্যুতে নেওয়া অন্য পদক্ষেপগুলোর ব্যাপারেও শিগগির জানানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই দশক পর এই প্রথম আইএইএ ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করল। ভিয়েনা থেকে আল-জাজিরার সংবাদদাতা হাসেম আহেলবারা বলেন, এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইরানের সামনে প্রতিক্রিয়া জানানোর জন্য সময় খুবই সীমিত। ব্যর্থ হলে দেশটিকে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতে পারে।
তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। এ ছাড়া আগামী রোববার অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গভর্নর বোর্ডের প্রস্তাবকে ‘প্রযুক্তিগত ও আইনগতভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।
ইরান আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা নীতিমালা মানছে না বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আজ বৃহস্পতিবার সংস্থাটির গভর্নর বোর্ডের বৈঠকে এই অভিযোগ তোলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ সদস্যবিশিষ্ট গভর্নর বোর্ডের এক প্রস্তাবে এই অভিযোগ আনা হয়। ১৯ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় বুরকিনা ফাসো এবং দুই পরাশক্তি রাশিয়া ও চীন। ভোট দেওয়া থেকে বিরত ছিল ১১টি দেশ।
আইএইএর প্রস্তাবে বলা হয়, ২০১৯ সাল থেকে একাধিক অঘোষিত স্থানে পারমাণবিক পদার্থ ও কার্যকলাপ বিষয়ে সময়মতো ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে ইরান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংস্থাটি বলছে, এসব ব্যর্থতা ইরানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের পরমাণু শক্তি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা হবে ‘নিরাপদ স্থানে’। পরমাণু ইস্যুতে নেওয়া অন্য পদক্ষেপগুলোর ব্যাপারেও শিগগির জানানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই দশক পর এই প্রথম আইএইএ ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করল। ভিয়েনা থেকে আল-জাজিরার সংবাদদাতা হাসেম আহেলবারা বলেন, এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইরানের সামনে প্রতিক্রিয়া জানানোর জন্য সময় খুবই সীমিত। ব্যর্থ হলে দেশটিকে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতে পারে।
তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। এ ছাড়া আগামী রোববার অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গভর্নর বোর্ডের প্রস্তাবকে ‘প্রযুক্তিগত ও আইনগতভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫