অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ২১ মাসের বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে দখলদার দেশটির আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। এই হত্যাযজ্ঞের মধ্যে আরও আশঙ্কার বিষয় হলো, অঞ্চলটিতে কোনো ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে, অঞ্চলটির অন্তত এক-তৃতীয়াংশ বাসিন্দা বিগত কয়েক দিন ধরে অভুক্ত।
জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েক দিন ধরে কোনো খাবার খেতে পারছে না। সংস্থার জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিভাগের পরিচালক রস স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘গাজায় ক্ষুধা এমন এক ভয়াবহ ও অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেছে যে, এক-তৃতীয়াংশ মানুষ টানা কয়েক দিন ধরে কিছুই খেতে পারেনি।’
ডব্লিউএফপির হিসাব অনুযায়ী, গাজার এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের পরিস্থিতিতে রয়েছে। এ ছাড়া, এক লাখ নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলের পরিকল্পিত এই অভুক্ত রাখার নীতির কারণে ৮৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭৬ জনই শিশু।
এদিকে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ৫৯ হাজার ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১১৩ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৫৩৪ জন। এতে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামলা চালিয়ে গাজায় ইসরায়েলের আক্রমণে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৫ জনে।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৪৪ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০ জনে। আহত হয়েছেন আরও ৭ হাজার ২০৭ জনের বেশি।
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত তারা ৮ হাজার ৩৩৬ জনকে হত্যা করেছে এবং আহত করেছে ৩১ হাজার ৪ জনকে। এই হামলার মাধ্যমে তারা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিও লঙ্ঘন করে।
এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া, গাজায় চলমান আগ্রাসনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলা চলছে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ২১ মাসের বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে দখলদার দেশটির আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। এই হত্যাযজ্ঞের মধ্যে আরও আশঙ্কার বিষয় হলো, অঞ্চলটিতে কোনো ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে, অঞ্চলটির অন্তত এক-তৃতীয়াংশ বাসিন্দা বিগত কয়েক দিন ধরে অভুক্ত।
জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েক দিন ধরে কোনো খাবার খেতে পারছে না। সংস্থার জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিভাগের পরিচালক রস স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘গাজায় ক্ষুধা এমন এক ভয়াবহ ও অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেছে যে, এক-তৃতীয়াংশ মানুষ টানা কয়েক দিন ধরে কিছুই খেতে পারেনি।’
ডব্লিউএফপির হিসাব অনুযায়ী, গাজার এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের পরিস্থিতিতে রয়েছে। এ ছাড়া, এক লাখ নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলের পরিকল্পিত এই অভুক্ত রাখার নীতির কারণে ৮৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭৬ জনই শিশু।
এদিকে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ৫৯ হাজার ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১১৩ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৫৩৪ জন। এতে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামলা চালিয়ে গাজায় ইসরায়েলের আক্রমণে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৫ জনে।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৪৪ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০ জনে। আহত হয়েছেন আরও ৭ হাজার ২০৭ জনের বেশি।
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত তারা ৮ হাজার ৩৩৬ জনকে হত্যা করেছে এবং আহত করেছে ৩১ হাজার ৪ জনকে। এই হামলার মাধ্যমে তারা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিও লঙ্ঘন করে।
এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া, গাজায় চলমান আগ্রাসনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলা চলছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে