গাজায় হামাস যোদ্ধাদের হাতে জিম্মি থাকা দুই নারীর মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইহুদিত ওয়েইস (৬৫) ও নোয়া মার্সিয়ানো (১৯) নামের ওই দুই নারীর মরদেহ গাজার আল-শিফা হাসপাতালের কাছে থেকে উদ্ধার করা হয় বলে তারা জানায়। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইহুদিত ওয়েইসের মরদেহ আল-শিফা হাসপাতালসংলগ্ন একটি ঘরে ছিল। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার সময় তাঁকে জিম্মি করে সেখানে নেওয়া হয়েছিল বলে জানায় ইসরায়েল। তিনি ব্রেস্ট ক্যানসারের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর স্বামীকে ওই সময় গুলি করে হত্যা করা হয়েছিল। মোট ২৪০ জনকে হামাস জিম্মি করেছে বলে জানিয়েছিল ইসরায়েল।
ইহুদিত ওয়েইস কিবুতজের একটি কিন্ডারগার্টেনে কাজ করতেন। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ওই নারীর মরদেহ যেখানে ছিল সেখানে কালাশনিকভ রাইফেল ও রকেটচালিত গ্রেনেড পাওয়া গেছে।
অপর দিকে নোয়া মার্সিয়ানোর মরদেহও শিফা হাসপাতালের পাশের একটি বিল্ডিং থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের শিনবেত গোয়েন্দা সংস্থার তথ্যর ভিত্তিতে ইসরায়েলি সৈন্যরা তাঁর মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হয়। আজ শুক্রবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়েছে।
১৯ বছর বয়সী মার্সিয়ানো কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন কর্পসের ৪১৪ নম্বর ইউনিটের সদস্য ছিলেন। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার সময় নাহাল ওজ আইডিএফ ঘাঁটিতে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইসরায়েলের মোদিনে থাকতেন এবং তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন।
হামাসের হাতে বন্দী জিম্মিদের মধ্যে ওয়েইস ও মার্সিয়ানোর মরদেই প্রথম পাওয়া গেল। এর আগে হামাস কয়েকজন ইসরায়েলি ও আমেরিকান নাগরিককে ছেড়ে দিয়েছিল যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার জন্য।
এদিকে এই হাসপাতালের নিচে হামাসের ঘাঁটি রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে অভিযান চালাচ্ছে, যা আন্তর্জাতিক যুদ্ধ আইনের লঙ্ঘন। তবে হামাস বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসরায়েল বলছে, গাজায় আল-শিফা হাসপাতালের ভেতরে দ্বিতীয় দিনের মতো তাদের অভিযান চলছে। সেখানে তারা হামাসের একটি টানেলের সংযোগস্থলের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলি ট্যাংক হাসপাতালটি ঘিরে রেখেছে, ওপরে ঘুরছে ড্রোন।
হাসপাতালের ভেতরে আটকে পড়া একজন সাংবাদিক বিবিসির সংবাদদাতাকে ফোনে জানিয়েছেন, ‘ইসরায়েলি সৈন্যদের সব জায়গায় দেখা যাচ্ছে এবং তারা সব দিক থেকে গুলি করছে।’
যুক্তরাষ্ট্র বলছে, আল-শিফা হাসপাতালে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরায়েলের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
গাজায় হামাস যোদ্ধাদের হাতে জিম্মি থাকা দুই নারীর মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইহুদিত ওয়েইস (৬৫) ও নোয়া মার্সিয়ানো (১৯) নামের ওই দুই নারীর মরদেহ গাজার আল-শিফা হাসপাতালের কাছে থেকে উদ্ধার করা হয় বলে তারা জানায়। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইহুদিত ওয়েইসের মরদেহ আল-শিফা হাসপাতালসংলগ্ন একটি ঘরে ছিল। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার সময় তাঁকে জিম্মি করে সেখানে নেওয়া হয়েছিল বলে জানায় ইসরায়েল। তিনি ব্রেস্ট ক্যানসারের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর স্বামীকে ওই সময় গুলি করে হত্যা করা হয়েছিল। মোট ২৪০ জনকে হামাস জিম্মি করেছে বলে জানিয়েছিল ইসরায়েল।
ইহুদিত ওয়েইস কিবুতজের একটি কিন্ডারগার্টেনে কাজ করতেন। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ওই নারীর মরদেহ যেখানে ছিল সেখানে কালাশনিকভ রাইফেল ও রকেটচালিত গ্রেনেড পাওয়া গেছে।
অপর দিকে নোয়া মার্সিয়ানোর মরদেহও শিফা হাসপাতালের পাশের একটি বিল্ডিং থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের শিনবেত গোয়েন্দা সংস্থার তথ্যর ভিত্তিতে ইসরায়েলি সৈন্যরা তাঁর মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হয়। আজ শুক্রবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়েছে।
১৯ বছর বয়সী মার্সিয়ানো কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন কর্পসের ৪১৪ নম্বর ইউনিটের সদস্য ছিলেন। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার সময় নাহাল ওজ আইডিএফ ঘাঁটিতে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইসরায়েলের মোদিনে থাকতেন এবং তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন।
হামাসের হাতে বন্দী জিম্মিদের মধ্যে ওয়েইস ও মার্সিয়ানোর মরদেই প্রথম পাওয়া গেল। এর আগে হামাস কয়েকজন ইসরায়েলি ও আমেরিকান নাগরিককে ছেড়ে দিয়েছিল যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার জন্য।
এদিকে এই হাসপাতালের নিচে হামাসের ঘাঁটি রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে অভিযান চালাচ্ছে, যা আন্তর্জাতিক যুদ্ধ আইনের লঙ্ঘন। তবে হামাস বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসরায়েল বলছে, গাজায় আল-শিফা হাসপাতালের ভেতরে দ্বিতীয় দিনের মতো তাদের অভিযান চলছে। সেখানে তারা হামাসের একটি টানেলের সংযোগস্থলের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলি ট্যাংক হাসপাতালটি ঘিরে রেখেছে, ওপরে ঘুরছে ড্রোন।
হাসপাতালের ভেতরে আটকে পড়া একজন সাংবাদিক বিবিসির সংবাদদাতাকে ফোনে জানিয়েছেন, ‘ইসরায়েলি সৈন্যদের সব জায়গায় দেখা যাচ্ছে এবং তারা সব দিক থেকে গুলি করছে।’
যুক্তরাষ্ট্র বলছে, আল-শিফা হাসপাতালে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরায়েলের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫